তমলুকব্রেকিং নিউজ

সচেতনতার বার্তা জানিয়ে বর্ষবিদায় ও বর্ষবরণ করলো নিমতৌড়ি হোম আবাসিকরা

নিজস্ব প্রতিনিধি ,সচেতনতার বার্তা জানিয়ে বর্ষবিদায় ও বর্ষবরণ করলো নিমতৌড়ি হোম আবাসিক করা দিব্যাঙ্গ সমাজকর্মীরা প্রতিবছর নাচ-গান খাওয়া-দাওয়া আলোর রোশনাই ও শব্দহীন বাজি পুড়িয়ে বর্ষবিদায় ও বর্ষবরণের অনুষ্ঠা নে মেতে উঠতো নিমতৌড়ি আবাসিক সমাজকর্মীরা কিন্তু গত দুই বছর সেই আয়োজনে ভাটা পড়ে ছিল এবছর করণা আবহাওয়া কমতে থাকায় মনে আবার আলো জন্মেছিল পুরনো দিনের মতো বর্ষবরণের অনুষ্ঠান করবে কিন্তু করোনার তৃতীয় ঢেউ অমিক্রন তাছাড়া বিশ্ব উষ্ণায়নের মতো ভয়ঙ্কর বিপদ সামনে তাই একেবারে সচেতনভাবে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান হল বিশ্ব মানবতা মঞ্চে এদিনের অনুষ্ঠানে 2021 এর হারানো স্মৃতি তুলে ধরে করোনা প্রাকৃতিক বিপর্যয়ের ভয়ঙ্কর দিনগুলোর তাৎপর্য তুলে ধরার সাথে সাথে বিমান দুর্ঘটনায় মৃত দের প্রতি শ্রদ্ধা জানানো ও উনাদের আত্মার শান্তি কামনার সাথে সাথে আগামী 2022 এর বিশ্ববাসীর কাছে বিশেষ সচেতনতা বার্তা দিল এদিনের অনুষ্ঠান।।

করোনা, অমিক্রণ কে জয় করতে অবশ্যই মাস্ক ব্যবহার এবং বিশ্ব উষ্ণায়ন রোধে প্রতিটি বিশ্ববাসীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানালেন মর্জিনা, মারিয়া, সোনিয়া,প্রিয়াঙ্কা, সৌম্য,বিক্রম, সুপর্ণা, সুদেষ্ণা, দেবশ্রী,রূপশ্রী, বৈশাখী, মহুয়া, মধুমিতা, রিয়া, সঞ্চিতা রা।।

প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক যোগেশ সামন্ত জানান প্রতিবছর আমাদের আবাসিক দিব্যাঙ্গ সমাজকর্মীরা নাচ-গান খাওয়া-দাওয়া বাজি পুড়িয়ে বর্ষবিদায় ও বর্ষবরণে মেতে উঠতো কিন্তু গত দু’বছর তা সম্ভব হয়নি এবছর হয়তো হবে সেই আশাথাকলেও বর্তমান পরিস্থিতিতে তা একেবারে সম্ভব নয়।

তাই 2021 এর কিছু উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করা হলো ও আত্মার শান্তি কামনা করা হল প্রার্থনা করা হল তেমনি 2022 এর ভয়ঙ্কর বিপদের কথা স্মরণ করে বিশ্ববাসীর কাছে একটি বিশেষ বার্তা দিয়ে আমরা আজ 2022 কে স্বাগত জানালাম।।

আমাদের প্রতিষ্ঠান দায়বদ্ধ সামাজিক সচেতনতাই কারণ মানুষকে যদি সচেতন না করা হয় তাহলে পুলিশ প্রশাসন সরকারের পক্ষে সম্ভব নয় এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করা সেই জন্য সারা বছর ধরে আমরা রক্তদান জীবন দান, বৃক্ষরোপণ, সেভ ড্রাইভ সেভ লাইফ, কন্যাভ্রূণ হত্যা নিবারণ, শিশু শ্রমিক, নারী নির্যাতন, প্রতিবন্ধীদের অধিকার নিয়ে আলোচনা, অনুষ্ঠান ও দৃশ্যায়নের আয়োজন করি, তাই অনাড়ম্বর পূর্ণভাবে করণা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক সচেতনতা বার্তা নিয়ে 2022 কে স্বাগত জানালাম।
বিদায় 2021 স্বাগত 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *