মালদা

সকাল সকাল ভোটদান মালদা লোকসভা আসনের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর ।

মালদা: উত্তর মালদার গাজোলে মেঘলা আকাশ, তার সঙ্গে ঠান্ডা হাওয়া। মনোরম পরিবেশে সকাল সাতটা থেকে শুরু হয়েছে তৃতীয় দফার ভোট গ্রহণ পর্ব। উত্তর মালদা লোকসভা আসনের গাজোল বিধানসভা কেন্দ্রে সকাল থেকেই উৎসবের মেজাজে শুরু হয়েছে ভোট পর্ব। বেশ কয়েকটি বুথে ইভিএম মেশিন খারাপ হওয়া ছাড়া সকাল দশটা পর্যন্ত কোথাও থেকে কোন অপ্রীতিকর ঘটনার খবর আসেনি।

এদিন সকাল সাড়ে আটটা নাগাদ নিজের বুথ ৫৫ নম্বর দেওতলা ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন উত্তর মালদা লোকসভা আসনের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। ভোট দেওয়ার আগে বিজেপির ক্যাম্প অফিসে গিয়ে ভোটার স্লিপ সংগ্রহ করেন তিনি। এরপর ভোট দেওয়ার জন্য নির্দিষ্ট লাইনে দাঁড়ান। তবে লাইনে দাঁড়ানো ভোটাররাই তাঁকে আগে ভোট দেওয়ার জন্য আবেদন করেন। ভোট দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খগেন মুর্মু জানান, উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বেশ কিছু বুথে তৃণমূল বুথ জ্যাম এবং গন্ডগোল করছে বলে খবর এসেছে। এটি দেশের ভোট।

যারা এই ভোটকে কেন্দ্র করে গন্ডগোল করবে তারা দেশদ্রোহী। তৃণমূল প্রার্থী প্রসুন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি বলেন- মালদা জেলার এসপি এবং বালুরঘাটের ডিআইজি পদে কর্মরত ছিলেন প্রসূন বাবু। সেই সময় বহু সাধারণ মানুষের উপর অত্যাচার করেছিলেন তিনি। মানুষ এই ভোটে তার উত্তর দেবে। কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম সম্পর্কে বলতে গিয়ে খগেন বাবু বলেন, একসময় গনি খান সত্যিকারের মালদা জেলার রূপকার ছিলেন।

তার মিথকে কাজে লাগিয়ে ভোটের ফায়দা তুলত কংগ্রেস। কিন্তু এখন আর সে পরিস্থিতি নেই। প্রচারে গিয়ে তিনি দেখেছেন বিজেপির প্রতি সাধারণ মানুষের আবেগ এবং উচ্ছ্বাস। এবারেও মানুষ তাকে আশীর্বাদ করবেন বলে আশাবাদী তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *