জেলাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

শ্রী শ্রী পরমহংস দেবের ১৮৭ তম জন্মতিথি উৎসব আজ পালিত হচ্ছে বেলুড় মঠে

চন্দন পোল্লে, পূর্ব মেদিনীপুর :: রামকৃষ্ণ মঠ বেলুড় মঠে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 187 তম জন্মতিথি উৎসব আজ পালিত হচ্ছে! বেলুড় মঠ
ভোর চারটে তিরিশে মঙ্গলারতি দিয়ে শ্রীশ্রী ঠাকুর মন্দিরে সূচনা করা হয়! তারপরে বেদপাঠ স্তবগান শ্রী ঠাকুরের বিশেষ পুজো ও হোম এর ব্যবস্থা করা হয়েছে সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে বিশেষত বেলুড় মঠ সন্ন্যাসী ব্রহ্মচারীদের গীতি আলেখ্য পাঠ ধর্মসভা ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে সারা দিন ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উৎসব পালন করা হচ্ছে l

৪ মার্চ, শুক্রবার শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উৎসব বেলুড়মঠে যথাযথ নিষ্ঠার সঙ্গে পালিত হবে। এদিন বেলুড়মঠের পক্ষে সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দের স্বাক্ষরিত এক নির্দেশে জানানো হয়েছে ওই দিন সকাল ৬-৩০ মিঃ থেকে বেলা ১১-৩০মিঃ ও বিকাল ৩-৩০ মিঃ থেকে ৫-৩০মিঃ পর্যন্ত ভক্ত ও সাধারণের জন্য বেলুড়মঠ খোলা থাকবে। তবে আগামী ১৩ মার্চ, রবিবার সাধারণের উৎসব ও মেলা অনুষ্ঠিত হবে না। ওইদিন বেলুড়মঠ বন্ধ রাখা হবে বলেও জানানো হয়েছে। সাধারণত শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উৎসবের এক সপ্তাহ পরে রবিবার সাধারণের উৎসব, একদিনের মেলা ও বাজি পোড়ানোর রেওয়াজ ছিল বেলুড়মঠে। কয়েক বছর আগে বাজি পোড়ানোর অনুষ্ঠান বন্ধ হয়ে যায় মঠের অছি পরিষদের সিদ্ধান্তে। কিন্তু অতিমারির প্রেক্ষাপটে মেলা ও সাধারণের উৎসবও অনুষ্ঠিত হয়নি গত দু’বছর। এবারও অতিরিক্ত ভিড় ও জনসমাগমের আশঙ্কায় মঠ কর্তৃপক্ষ মেলা ও সাধারণের উৎসব অনুষ্ঠান থেকে বিরত থাকার সিদ্ধান্তই নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *