রাজ্য

শেষ ফাদার্স ডে পালন আশিসের! কাঞ্চনজঙ্গাতে সব শেষ।

রবিবার ছিল ফাদার্স ডে। মেয়ের মন যোগাতে এই বিশেষ দিনটা মেয়ের সঙ্গে কাটিয়েছিলেন আশিস। জনশতাব্দী এক্সপ্রেসে ডিউটি ছিল পরের দিন কিন্তু মেয়ের সঙ্গে আরেকটু বেশি সময় কাটাতে কাঞ্চনজঙ্গাতে ডিউটি নিয়েছিলেন পেশায় রেলের গার্ড আশিস দে। জনশতাব্দীর দায়িত্ব পড়েছিল আর এক রেল কর্মীর ঘাড়ে। যার ডিউটি করার কথা ছিল কাঞ্চনজঙ্গাতেই। রাত পর্যন্ত কেক কাটা থেকে খাওয়া-দাওয়া সব আনন্দ উপভোগ করে শেষ ডিউটিতে যোগদান করেছিলেন আশিস।

আদৌ কি ভেবেছিলেন বাড়ি থেকে হাসিমুখে বেরোনোর সময়! আর কয়েক ঘণ্টা পরেই বাড়িতে নেমে আসবে কান্নার রোল! বাড়িতে রয়েছে ফুটফুটে দুই বাচ্চা! তাদের সবাইকে টাটা বাই বাই বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন আসিস! কিন্তু আর আসা হলো না তার! বাড়িতে যখন এই খবরটা পৌঁছায় তখন সংঙ্গা হারিয়েছিল মেয়েরা!

একইসঙ্গে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন স্ত্রী! বগি থেকে যখন কেটে বার করে আনা হচ্ছিল আশীষের দেহ তখন তার মুখে যেন এক টুকরো মৃদু হাসি লেগেছিল। কপাল থেকে তখন ঝরছে রক্ত পায়ের দিকটা ঝলসে গিয়েছে। কয়েক ঘন্টা আগেও যে আশা করেছিল আজকের ডিউটিটা করে আবার মেয়ের কাছে ফিরে যাবে। সেই ফিরে যাওয়াটা অধরাই থেকে গেল আশিসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *