Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

শুরু হয়েছে ইলিশের মরশুম।এরই মধ্যে বঙ্গোপসাগরে ডুবল ট্রলার

নিউজ বাংলা লাইভ : শুরু হয়েছে ইলিশের মরশুম। মৎস্যজীবীদের জালে উঠে আসছে টনটন ইলিশ। গত দু’বছর তেমনভাবে ইলিশের দেখা মেলেনি কিন্তু এবছর মা গঙ্গা যেন মুখ তুলে চেয়েছে মৎস্যজীবীদের দিকে। মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে টনটন ইলিশ। বৃহস্পতিবার ইলিশের খোঁজে আট জন মৎস্যজীবীদের নিয়ে গঙ্গাসাগর থেকে মা শীতলা নামে একটি ট্রলার বঙ্গোপসাগরে পাড়ি দিয়েছিল। মাছ ধরার সময় ঘটল বিপত্তি উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারের পাটাতন ফুটো হয়ে জল ঢুকতে থাকে। এরপর সাহায্যের জন্য ওই ট্রলারে থাকা মৎস্যজীবীরা চিৎকার শুরু করে দেয়। মুহূর্তের মধ্যে মা শীতলা গভীর সমুদ্রে ডুবে যায়। ট্রলারের বিভিন্ন জিনিস আগলে ধরে কোনমতে ভেসে থাকার চেষ্টা করেন আটজন মৎস্যজীবী। চিৎকার শুনেএরপর একটি ট্রলার উদ্ধারে এগিয়ে আসে এবং আটজন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করে। উদ্ধার হওয়ার সকল মৎস্যজীবীদের পূর্ব মেদিনীপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া সকলেই সুস্থ রয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর উদ্ধার হওয়া সকল মৎস্যজীবীকে বাড়ি নিয়ে আসার জন্য রওনা দিয়েছেন পরিবারের তাদের পরিবারের সদস্যরা। হরে কৃষ্ণ মন্ডল বলেন

গতকাল রাতে গঙ্গাসাগর থেকে মা শীতলা নামে একটি ট্রলার ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল।উত্তাল ঢেউ ও দমকা হাওয়া কারণে ট্রলারে পাটাতান ফুটো হয়ে ট্রলারে মধ্যে জল ঢুকতে থাকে। মৎস্যজীবীরা প্রাণ ভায়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে।তাদের আর্ত চিৎকার শুনে উদ্ধারকার্যে এগিয়ে আসে একটি ট্রলার। সকল মৎস্যজীবীকে উদ্ধার করে মেদনীপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *