Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

শিশু সুরক্ষা নিয়ে আলোচনা কালনায়,পড়ুন বিস্তারিত

নিউজ বাংলা লাইভ : জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় আইনি পরিষেবা কেন্দ্রের যৌথ উদ্যোগে মহিলা এবং শিশুদের বিভিন্ন রকম সুরক্ষার বিষয় নিয়ে এলাকাবাসীকে সচেতন করতে একটি সেমিনার অনুষ্ঠিত হলো কালনার পুরশ্রীর আনেক্স হলে আজ দুপুরে।

মহিলারা যেন বঞ্চনার শিকার না হন,নিপীড়িত না হন, একই সাথে বঞ্চনার শিকার হলে কিভাবে সরকারিভাবে বিনামূল্যে আইনি পরিষেবা তারা পাবেন সেই বিষয়গুলি নিয়েই, এদিন দুপুরে কালনা পৌর এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষিকা,কালনা রেড লাইট এলাকার মহিলা, ছাত্রী এবং সর্বস্তরের বিভিন্ন মহিলাদের একত্রিত করে এদিনের এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। হাজির ছিলেন কালনা পৌরসভার পৌর প্রতি আনন্দ দত্ত,উপ পৌরপতি তপন পড়েল, কালনা কোর্টের দুজন আইনজীবী একজন বিচারক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *