কাঁথিপূর্ব মেদিনীপুরবিনোদন

শিশু আবাসের জন্মদিন পালন

নিজস্ব প্রতিনিধি,কাঁথি:-পশ্চিমবঙ্গ সরকার এর নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের অনুমোদিত ও আর্থিক সহযোগিতায় আজ মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত জুভেনাইল জাস্টিস হোম তপোবন শিশু আবাসের ৭তম বর্ষ জন্মদিবস পালিত হল। এই জন্মদিবস পালন অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে উদ্বোধন করেন কাঁথি মহকুমা শাসক রেনু সোগান, এছাড়া উপস্থিত ছিলেন সন্দীপ ভট্টাচার্য ডি. এম, ডি,সি , কাঁথি , দেশপ্রাণ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ জানা, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীকান্ত ল, ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট আধিকারিক স্বপন কুমার দাস, দেশপ্রাণ ব্লকের শিশু সুসংহত বিকাশ প্রকল্পের আধিকারিক বিপ্লব প্রিয় গিরি, কাজলা জনকল্যাণ সমিতির সভাপতি অসীম কুমার দাস, সাধারণ সম্পাদক স্বপন পান্ডা প্রমূখ। শিশু আবাসিক রা বিভিন্ন ধরনের আবৃত্তি, গান, যোগব্যায়াম, পরিবেশন করে। সম্পাদক মহাশয় তার স্বাগত ভাষণে বলেন তপোবন শিশু আবাস আজ ৭তম বর্ষে প্রদার্পন করলো। যত্ন ও সুরক্ষার প্রয়োজন রয়েছে এমন শিশুরা জেলা শিশু কল্যাণ সমিতির মাধ্যমে এই শিশু আবাসে পাঠান। শিশুদের সার্বিক বিকাশের জন্য সব ধরনের প্রয়াস করা হয়। এই আবাসে ছিল এমন কিছু ছেলে বর্তমান চাকুরী করছে, কেউ উচ্চ শিক্ষার পড়াশুনা করছে। এরা যাতে আনন্দঘন পরিবেশে বড় হতে পারে সেই লক্ষ্যে শিশু আবাসের সঙ্গে যুক্ত কর্মী বন্ধুরা আপ্রাণ চেষ্টা করেন। মহকুমা শাসক রেনু সোগান তপোবন শিশু আবাসের আবাসিকদের হাতের কাজ, বিভিন্ন শিক্ষা উপকরন এবং তাদের সাংস্কৃতিক উৎকর্ষতা দেখে ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনে এই শিশুরা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে – শুভকামনা করেন। দেশপ্রান ব্লকের সমস্টি উন্নয়ন আধিকারিক বলেন তপোবন শিশু আবাস আগামী দিনে একটি মডেল শিশু আবাস হিসেবে গড়ে উঠুক এই প্রার্থনা করেন। শিশু আবাসের প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষ্যে আবাসিকরা শিক্ষা উপকরন, বৃত্তিমূলক কাজের প্রদর্শনীর ব্যবস্থা করে, যা দেখে সকলে প্রশংসা করে। সবশেষে মহকুমা শাসক, সমষ্টি উন্নয়ন আধিকারিক, সিডিপিও এবং উপস্থিত অন্যান্য আধিকারিকদের হাত ধরে শিশু আবাসের আবাসিকদের লেখা পত্রিকা “উষশী” র ৫ম সংখ্যা প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *