দার্জিলিংব্রেকিং নিউজ

শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে উপস্থিত হলেন রাজ্যপাল জগদীপ ধনকর

নিজস্ব প্রতিনিধি ,স্বপন পাল দার্জিলিং:
তিন দিনের দার্জিলিং সফরে রবিবার সকালে শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দরে এসে পৌছলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়।আজ দার্জিলিং যাওয়ার আগে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন।সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পশ্চিমবঙ্গের পরিস্থিতি খুবই চিন্তা জনক।গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে।সাংবিধানিক ব্যবস্থার প্রকাশ্যে অনাদর করা হচ্ছে।এটা বরদাস্ত করা যাবে না।রাজ্যপাল হিসেবে আমার দায়িত্ব সংবিধানকে রক্ষা করা।আমি সেই চেষ্টাই করে চলছি।মুখ্যমন্ত্রী এবং বিধানসভার অধ্যক্ষকে একাধিকবার ডেকে পাঠিয়েছি,কিন্তু তারা আলোচনার একটা বিন্দু আমার সামনে রাখতে পারেনি।বিধানসভার অধ্যক্ষ কে নিজের নিজের আসনের মর্যাদা রাখা উচিত।তিনি নিজের দায়িত্ব এবং অধিকারের বিষয়ে অনভিজ্ঞ।আইন কি বলে রাজ্যপাল যিনি  বিশ্ববিদ্যালয়ের আচার্য তাকে না জানিয়ে কি উপাচার্য নিয়োগ করা যেতে পারে?দেশে কোথাও এমন আইন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *