কলকাতা

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সিইও দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন ।

কলকাতা : আজ ১৪ই মার্চ পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে সিইও দপ্তরে বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান। কিন্তু কোন দাবিতে এই ডেপুটেশন এবং বিক্ষোভ। শিক্ষা অনুরাগী কর্মচারীদের দাবি ভোট কর্মীদের উপযুক্ত নিরাপত্তা দিতে হবে সামনেই আসছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের আগে গুরু দায়িত্ব পালন করতে হয় ভোট কর্মীদের। গত পঞ্চায়েত নির্বাচনে হামলার শিকার হতে হয়েছিল ভোট কর্মীদের এবার যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্যই এই ডেপুটেশন এবং বিক্ষোভ। ভোট কর্মীরা বাড়ি থেকে বের হওয়ার পর বাড়িতে না ফেরার অব্দি তাদের পরিবারকে থাকতে হয় দুশ্চিন্তার মধ্যে।

তাদের ওই বিশেষ সময়টায় জীবনের দায়িত্ব নিতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে কাজে লাগাতে হবে যাতে কোন ভাবে অরাজকতা সৃষ্টি না হয়। পাশাপাশি ভোট কর্মীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয় বিভিন্ন বুথে তাদের শালীনতা বজায় থাকে না। এই ঘটনা যাতে না ঘটে। ছুটির দিনেও তাদের ডিউটি করানো হয় জোর করে। ছুটির দিনগুলিতে তাদের সরকারের নিয়ম অনুযায়ী ছুটি দিতে হবে কোনরকম বাড়তি কাজ চাপিয়ে দেওয়া যাবে না। এমন একাধিক দাবিতে এদিন প্ল্যাকার্ড ফেস্টুন এবং ব্যানার সহযোগে নির্বাচন কমিশনের অফিসে আসেন কর্মীরা। এরপর তারা ডেপুটেশন প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *