পূর্ব মেদিনীপুরবিনোদনব্রেকিং নিউজমহিষাদল

শারদীয়া আমেজে মহিষাদলে অনুষ্ঠিত হলো ” জাতীয় নাট্য উৎসব”

নিজস্ব প্রতিনিধি, মহিষাদলঃ নাটক, নাচ, গান মানুষের মন ভালো করে। দীর্ঘ প্রায় দেড় বছর ধরে গৃহবন্দী থেকে অনেকের মন ভারাক্রান্ত হয়ে পড়েছে। কোভিড় বিধিনিষেধে মানুষ সিটিয়ে রয়েছেন । এটা মনের ওপর বাড়তি চাপ । প্রশাসন যখন কোভিড বিধি মেনে বুঝে পা ফেলার সাহস দিচ্ছে , তখন আর থেমে থাকার প্রশ্ন মাথা তুলতে পারে কই । রাজ্যের বিভিন্ন প্রান্তের ১৮ টি নাট্যদল নিয়ে এই প্রথম শারদ নাট্যমেলার আয়োজন মহিষাদলে শিল্পকৃতী’র থিয়েটার মঞ্চে। অক্টোবরের ১ তারিখ মহিষাদল শিল্পকৃতির থিয়েটার মঞ্চে অনুষ্ঠিত হলো শারদীয়া আমেজে ” জাতীয় নাট্য উৎসব “। রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পী তাদের অভিনয় কুশলতা প্রদর্শণ করবেন । প্রতিদিন তিনটি শাে থাকছে । থাকছে ‘ থিয়েটারে পেশাদারিত্ব , ‘ অতিমারি কালে থিয়েটারের ভবিষ্যৎ ইত্যাদি শীর্ষক আলােচনাসভা । তবে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে প্রবেশ আমন্ত্রণমূলক । শিল্পকৃতীর কর্ণধার সুরজিৎ সিনহা জানান , “ কোভিড ভীতি কাটিয়ে মানুষের মনে সংস্কৃতির তাজা অক্সিজেন দিতে চাই । তাই শারদ নাট্য মেলার আয়ােজন করা । কলকাতা , হাওড়া , হুগলি , কোচবিহার বিভিন্ন জেলার নাট্যদল হাজির থাকছে । শুক্রবার সন্ধ্যায় মহিষাদল শিল্পকৃতির উদ্যোগে আয়োজিত ” জাতীয় নাট্য উৎসব” এর শুভ সূচনা করেন মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী। ছাড়াও উপস্থিত ছিলেন দানী কর্মকার রবীন্দ্র ভারতীর বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক তথা রবীন্দ্র নগর নাট্য দলের কর্ণধার, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলী দাস, অধ্যাপক হরিপদ মাইতি, মহিষাদলের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল, সমাজসেবী ছবিলাল মাইতি সহ অন্যান্যরা। সরকারি গাইডলাইন মেনে আগামী ৬ আগস্ট পর্যন্ত প্রতিদিন তিনটি শো পরিবেশিত হবে মহিষাদল শিল্পকৃতির থিয়েটার মঞ্চে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *