রাজনীতিরাজ্য

শান্তিপূর্ণ ভোট করাতে কমিশনের দুয়ারে বামপন্থী মহিলা সমিতির চারটি সংগঠন

ভোটের আগেও অপ্রীতিকর ঘটনা মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনেও বহু মানুষ নিজেদের ভোট দিতে পারেননি। হেনস্থার শিকার হয়েছেন মহিলারা। ইত্যাদি নানান রকম অভিযোগ সম্মিলিত একটি ডেপুটেশন দিতে নির্বাচন কমিশনের দপ্তরে এসে হাজির হন সিপিআইএম তথা বামপন্থী মহিলা সমিতির চারটি সংগঠন।

এই সংগঠনে উপস্থিত ছিলেন কনীনিকা চৌধুরী। ইতিমধ্যেই দুই দফায় বাংলায় হয়েছে নির্বাচন এখনো বেশ কয়েকটি দফা বাকি রয়েছে।

তবে আগামী দিনে যাতে কোনরকম বিশৃংখল পরিস্থিতি তৈরি না হয় বাংলায়। শান্তিপূর্ণভাবে যাতে মানুষ ভোট দান করতে পারে মহিলাদের উপর বিশেষত কোন অত্যাচার না হয় তা সুনিশ্চিত করতেই এদের নির্বাচন কমিশনকে দাবী জানিয়েছেন তারা।

পঞ্চায়েত থেকে লোকসভা সবসময়ই উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদ। উদ্ধার হয়েছে বোমা। অভিজিৎ গাঙ্গুলি থেকে মোহাম্মদ সেলিম নমিনেশন জমা দেওয়ার সময় তাদের বিরোধীদের বাধার শিকার হতে হয়েছে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং স্বচ্ছ ভাবে নির্বাচন কমিশন যাতে ভোট প্রক্রিয়া সংগঠন করে তার জন্য বিশেষভাবে নিবেদন জানিয়েছেন সিপিআইএম মহিলা প্রতিনিধি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *