ঝাড়গ্রাম

শান্তিনিকেতনে নয় ঝাড়গ্রামেই শান্তি খুঁজে পাচ্ছেন পর্যটকরা!

ঝাড়গ্রাম: এবারেও শান্তিনিকেতনে হচ্ছে না বসন্ত উৎসব। মুখ ভার রাজ্যবাসীর। কিন্তু শান্তিনিকেতনে বসন্ত উৎসব না হলেও সেই শান্তিনিকেতন যেন চলে এসেছে ঝাড়গ্রাম জেলায়। জঙ্গলমহলের অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে দোল উৎসবে মেতে উঠেছেন জেলা বাসী। কেবলমাত্র জেলার মানুষ নয়, এলাকার বহু মানুষ এসে দোল উৎসবের শামিল হয়েছেন। ঝাড়গ্রাম শহরে বেশ কয়েকটি জায়গায় আয়োজিত হয় বসন্ত উৎসব আর সেখানেই আনন্দ করে সারাদিনটা কাটান জেলা বাশি। কলকাতার বহু পর্যটক এই সময় বসন্ত কাল যাপন করতে চলে আসেন ঝারগ্রাম। শুধুমাত্র কলকাতা নয় বিভিন্ন জেলা এমনকি ভিন রাজ্য থেকেও প্রচুর পর্যটকরা এসেছেন জঙ্গল সুন্দরীকে দেখতে। ঝাড়্গ্রামে যেন এক টুকরো শান্তি নিকেতন। কলকাতার পর্যটকরা জানিয়েছেন, দোল বলতেই আমরা প্রথমেই বুঝি শান্তিনিকেতন। এবারে শান্তিনিকেতনে আর উৎসব নেই তাই আমরা ছুটে এসেছে ঝাড়গ্রামে। তবে দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য নয় বরং ঝাড়গ্রামের নৈসর্গিক সৌন্দর্য হার মানাবে শান্তিনিকেতনকে। এর পাশাপাশি শুধু শহরে নয় শহরের পাশাপাশি গ্রামগুলিতেও পালিত হচ্ছে দোল উৎসব। দোল উৎসবে রঙিন হয়ে উঠেছে ঝাড়্গ্রাম। বিভিন্ন জঙ্গলে চলছে সাফারি পর্ব। হোটেল এবং রিসোর্ট গুলি বুক হয়ে গিয়েছে। সব মিলিয়ে দোলে জমজমাট ঝাড়গ্রাম। কয়েকটা দিন ছুটিতে বেড়ানোর জন্য আদর্শ উপযুক্ত জায়গা এই ঝাড়গ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *