কলকাতাশীর্ষ খবর

শহর কলকাতায় কেবলের তার মাটির তলা দিয়ে নিয়ে যাওয়া বাধ্যতামূলক করেছে কলকাতা পুরসভা

নিউজ বাংলা লাইভ: শহর কলকাতায় কেবলের তার মাটির তলা দিয়ে নিয়ে যাওয়া বাধ্যতামূলক করেছে কলকাতা পুরসভা। বিষয়টি নিয়ে পুরভবনে গতকাল পুরসভার আলো ও বিদ্যুত্ বিভাগের মেয়র পারিষদ সন্দীপ রঞ্জন বক্সি, সংশ্লিষ্ট সব বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। কলকাতায় নতুন করে আর কোনো কেবলের তার ওভারহেড পিলারের মাধ্যমে নিয়ে যাওয়া যাবে না বলে সিদ্ধান্ত হয়েছে। কেবল ইন্টারনেটের তার শুধুমাত্র মাটির তলা দিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি জানিয়ে কেবল অপারেটরদের নির্দেশিকা পাঠানো হয়েছে বলে সন্দীপ বাবু জানিয়েছেন।পাইলট প্রকল্প হিসাবে হরিশ মুখার্জী স্ট্রীটে ভূগর্ভস্থ কেবল বসানোর পর হাজার রোড, আশুতোষ মুখার্জী রোড, এস পি মুখার্জী রোড, চেতলা-সেন্ট্রাল রোড, পার্কস্ট্রীট সহ আরও কয়েকটি রাস্তায় এই কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *