কলকাতাশীর্ষ খবরস্বাস্থ্য

শহরে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায়, কাউন্সিলারদের তৎপর হতে নির্দেশ, পুরমন্ত্রীতথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের।

নিউজ বাংলা লাইভ: শহরের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায়, তৎপর হয়েছে কলকাতা পুরসভা। পুর ও নগোরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পৌরহিত্যে গতকাল পুর ভবনে এক বৈঠক বসে। ডেপুটি মেয়র অতীন ঘোষ, পুরসভার স্বাস্থ্য ও ভেক্টর কন্ট্রোল বিভাগের আধিকারিক ও পুর প্রতিনিধিরা, সেখানে উপস্থিত ছিলেন। বসতবাড়ি কিংবা কোনো সংস্থার এলাকায় যাতে জল না জমে, সেদিকে নজর দিতে বলা হয়েছে। এরকম ঘটনা ঘটলে, সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে পুর আইনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। জ্বর হলে, রক্ত পরীক্ষা করানোর ওপরেও, বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে, শহরের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে, ডেপুটি মেয়র জানিয়েছেন। পরে সাংবাদিক বৈঠকে মেয়র ডেঙ্গু মোকাবিলায় কাউন্সিলারদের যুদ্ধকালীন তৎপরতায় কাজে নামার নির্দেশ দেওয়ার কথা জানান।

উল্লেখ্য, রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। দুর্গাপুরের পলাশডিহায় গতকাল আরো কয়েকজনের রক্তের ডেঙ্গুর জীবাণু মিলেছে। এই নিয়ে সেখানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে হল-৫৪। স্বাস্থ্য দপ্তর ও পুরসভা এলাকায় মেডিক্যাল ক্যাম্প করে রক্ত পরীক্ষার ব্যবস্থা করেছে। পাশাপাশি বিতরণ করা হয় মশারি’ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *