কলকাতা

শহরে আবারও ভুয়া কল সেন্টারের হদিশ।

কলকাতা: কলকাতায় সক্রিয় গেমিং অ্যাপ প্রতারণা! আপনিও পড়তে পারেন ফাঁদে! তাই সাবধান হোন। শহরে আবারও ভুয়া কল সেন্টারের হদিশ। দিনের পর দিন বেড়েই চলেছে কাজের সংকট। এবার পুলিশের অভিযানে এই ভুও কল সেন্টারের পর্দা ফাঁস। গত ৭ ই মার্চ গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে বাগুইআটি থানার একটি টিম অভিযান চালায় কেষ্টপুরে বিদ্যাসাগর পল্লী এলাকায়। সেখানে হাতেনাতে চারজনকে আটক করা হয়। তারা একটি অনলাইন গেমিং প্রতারণা চক্র পরিচালনা করতেন বলে জানা যায় পুলিশ সূত্রে।

অবৈধভাবে ওই গেমিং চক্র পরিচালিত হতো। কিন্তু কিভাবে চলতো এই চক্র। জানা গিয়েছে দেশ-বিদেশের কোটিপতি মানুষদের টার্গেট করত এই অবৈধ সংস্থা তাদের ফোন করে প্রয়োজনীয় তথ্যাদি এবং ডকুমেন্ট চাওয়া হতো। আর সেই ডকুমেন্ট দিয়ে ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তির নামে খোলা হতো ব্যাংক একাউন্ট। গেমিং অ্যাপ এর মাধ্যমে অর্জিত অবৈধ টাকা-পয়সা লেনদেন করা হতো ওই ব্যাংক একাউন্টের মাধ্যমে। এই চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য বাগুইআটি থানার। এই ঘটনায় ল্যাপটপ অবৈধ সিম কার্ড ব্যাংকের অবৈধ চেক বুক মোবাইল ফোন রাউটার ফেক স্ট্যাম্প এবং অবৈধ ট্রেড লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের আদালতে তুলে রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।এই হাজার হাজার প্রতারণা ফাঁদে পা দিচ্ছে সাধারণ যুবক-যুবতীরা। শহর কলকাতার টেকনো সিটি ডায়মন্ড সিটি প্রগতি এলাকার আনাতে কানাচে গজিয়ে উঠছে এরকম হাজার হাজার ভুয়ো কল সেন্টার। লক্ষ লক্ষ মানুষকে সর্বস্বান্ত করে তুলে নিচ্ছে মোটা অংকের মুনাফা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *