রাজনীতি

শততম পর্ব ‘মন-কি-বাত’ ৩০শে এপ্রিল ২০২৩

নিউজ বাংলা টুডে ডেস্ক:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ আকাশবাণীতে মন- কি -বাতে, দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন।সকাল ১১ টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল,AIR News website এবং Newsonair mobile app এ তা শোনা যাবে।এছাড়া AIR news ,DD news, প্রধানমন্ত্রী দপ্তর PMO এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলও এই অনুষ্ঠান প্রচারিত হবে। হিন্দি তে মূল অনুষ্ঠানের পরই ,আঞ্চলিক ভাষায় তর্জমা ও শোনা যাবে। উল্লেখ্য,২০১৪ এর ৩ অক্টোবর শুরু হয় প্রধানমন্ত্রীর মানসিক এই বেতার অনুষ্ঠান।মন কি বাতের ৯৯ তম পর্বে প্রধানমন্ত্রী ,অঙ্গদান প্রসঙ্গে বলেন , মন- কি – বাত -এর শততম পর্ব উপলক্ষে আকাশবাণী সংবাদ বিভাগ আজ একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে।থাকবে আলোচনা ও অনেককিছু। অংশ নেবেন পুলক নারায়ণ ধর এবং রুবি মুখোপাধ্যায়।সঞ্চালনায় পার্থ ঘোষ।৩০ মিনিটের এই অনুষ্ঠানটি আজ সন্ধে সাতটায় এফ এম রেইনবো এবং ৭টা বেজে ১০ মিনিট থেকে এফ এম গোল্ড প্রচার তরঙ্গে সম্প্রচারিত হবে।প্রধানমন্ত্রীর মন- কি- বাত শোনার জন্য রাজ্য বিপুল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *