পূর্ব মেদিনীপুররাজ্য

লাগবেনা গাড়ি ভাড়া! মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর।

পূর্ব মেদিনীপুর : মাধ্যমিক পরীক্ষার্থীদের লাগবেনা গাড়ি ভাড়া, এবার মাধ্যমিকের জন্য সরাসরি মিললো প্রশাসনিক অর্ডার।রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা কিন্তু আজ থেকেই শুরু দিকে দিকে প্রস্তুতি। জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হলো পদক্ষেপ। প্রতি বছরের মতো একই নিয়ম অনুযায়ী হচ্ছে না পরীক্ষা, সে বিষয়ে অবশ্য আগামি জানান দিয়েছিল সরকার। তারপরেও কিছুতেই চিন্তা কাটাতে পারছিলেন না একাধিক পরীক্ষার্থী। দূর দূরান্ত থেকে যারা পরীক্ষা কেন্দ্রে পারি দেন মূলত তাদের কপালেই ছিলো ভাজ। বেশ কিছু কারণে এ বছরে পাল্টেছে পরীক্ষার সময় সীমা। স্টার্টিং টাইম সকাল ৯.৪৫, অর্থাৎ প্রতিবারের চেয়ে বেশ অনেকটাই এগিয়ে এসেছে সময়। এদিকে আবার শীতের সকালে কুয়াশায় স্বাভাবিকভাবেই যাতায়াতপথে সমস্যার সম্মুখীন হতে হয় সকলকেই। ঠিক মতন যানবাহন পা পাওয়ার অসংকা থাকে পরীক্ষার্থী থেকে শিক্ষক সকলের মনেই। তাই তাদের কথা মাথায় রেখেই এবার পদক্ষেপ নিলো পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।কথা বলা হয়েছে সমস্ত বাস সংগঠনের সঙ্গে। সময়সীমা এগিয়ে আসার দূর-দুরান্ত থেকে আসা সকলের কথা মাথায় রেখে তাদের সমানে বাস চালকেরাও প্রায় সকাল ৬ টা থেকে নামবেন রাস্তায়। সমস্ত বাস যেন ঠিকমতো নিজেদের রুটে চলাফেরা করে এমনটাও বলা বলা হয় মিটিংয়ে। সঙ্গে বলা হয় পরীক্ষা কটা দিন কোনও বাস ভাড়া লাগবে না পরীক্ষার্থীদের। স্টপিস ছাড়াও যেখান থেকেই পরীক্ষার্থীরা উঠতে চাইবেন সেখানেই যেন তাদেরকে তুলে নেওয়া হয়। ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে ঠিক সময় পৌঁছাতে যেন সমস্ত যানবাহন চালকেরা সম্পূর্ণ সহায়তা করেন সেই বিষয়েই জানানো হয় মিটিংয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *