নন্দকুমারপূর্ব মেদিনীপুরশীর্ষ খবর

লক্ষাধিক মূল্যের মালায় সজ্জিত ভীম! মেলা ঘিরে তাড়াগেড়্যায় জনস্রোত

নিজস্ব প্রতিনিধি, নন্দকুমার: প্রায় ২৫ ফুট উঁচু ভীমের গলায় থরে থরে সাজানো অবস্থায় ঝুলছে অসংখ্য টাকার মালা। লক্ষাধিক টাকার ওই মালা-সহ বিশালাকার ওই ভীম মূর্তির পাশে সাজানো রয়েছে আরও প্রায় দেড়শোটি ভীমের প্রতিমা। মন্দিরের সামনে মহিলা পুরুষ, শিশু-কিশোর মিলিয়ে হাজার হাজার ভক্তের ভিড়ে জমজমাট সারা মন্দির চত্বর।

পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত তাড়াগেড়্যা গ্রামে ভীমপূজা উপলক্ষে বসেছে ভীম মেলা । ভীম একাদশী তিথিতে ভীমের আরধনা ঘিরে মঙ্গলবার থেকে ভীম মন্দির সংলগ্ন মাঠে বসেছে ওই মেলার আসর। ১২শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।

প্রায়৩৫০ বছরের প্রাচীন এই ভীম মেলা। দীর্ঘদিন ধরে গ্রামের বাসিন্দাদের উদ্যোগে এই ভীমপূজার আয়োজন হয়ে আসছে। প্রতি বছর মেলার সময় ভিড় জমান দূর থেকে বহু ভক্তের দল।

প্রাচীন ঐতিহ্য বজায় রেখে এখনও পূজার আয়োজন করা হচ্ছে। আর মেলায় লোক সমাগম আগের চেয়ে অনেক বেড়েছে।’’ ভীমের মন্দিরে পুজো উপলক্ষে সামনে মেলার মাঠে বসেছে মিষ্টি, খাওয়ার দোকান নানা জিনিসপত্রের দোকান। প্রতিদিন সন্ধ্যায় মেলার মাঠে থাকছে কীর্তন গান, কবি গান, যাত্রা-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *