তমলুকপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজশীর্ষ খবর

রেশন সামগ্রী পাচার করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ল রেশন বোঝাই গাড়ি

নিজস্ব প্রতিনিধি, তমলুক : রাজ্য সরকার জনগনকে দেওয়া রেশন সামগ্রী ঘুর পথে পৌঁছছে চোরাকারবারিদের হাতে। সেই মাল বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্রে। রেশন সামগ্রী পাচার করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ল রেশন বোঝাই একটি পিকআপ ভ্যান একটি ছোট গাড়ি এবং একটি টোটো। তমলুকের বল্লুক এক নম্বর অঞ্চলে সোমবার সকাল ৯ টা নাগাদ বেশ কিছু চোরাকারবারি ছোট গাড়িতে করে রেশনের মাল বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সেই সময় শহীদ মাতঙ্গিনী ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ জয়দেব বর্মণসহ এলাকার বেশ কিছু মানুষ তাদেরকে আটকায় খবর দেওয়া হয় স্থানীয় বিডিওকে।কিন্তু বিডিও ঘটনাস্থলে পৌঁছনোর আগেই চোরাকারবারিরা খাদ্য কর্মদক্ষ সহ এলাকার মানুষের কাছ থেকে কার্যত জোর করে সেই মাল ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।কার্যত দুটো গাড়ি ‘একটি পিকআপ ভ্যান এ অন্য একটি ছোট গাড়িতে করে এই রেশন সামগ্রী চোরাকারবারিরা বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিল।স্থানীয় অঞ্চলপ্রধান শরৎ মেটা ও খাদ্য কর্মাধ্যক্ষের বক্তব্য -চোরাকারবারি এই রেশন সামগ্রী বাড়ি বাড়ি ফেরি করে কিনেছিল।ফলে সেই মাল বোঝায় গাড়ি আটকাতে গেলে চোরাকারবারীদের হেনস্থার শিকার হয় মাতঙ্গিনী ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ জয়দেব বর্মণকে।রাজ্য সরকারের সাধারণ মানুষকে দেওয়া রেশন সামগ্রী তবে কি ঘুরপথে চোরাকারবারিদের হাতে পৌঁছছে উঠছে প্রশ্ন ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *