জলপাইগুড়িপশ্চিমবঙ্গরাজনীতিরাজ্য

রাহুলের বাস আটকে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে!

জলপাইগুড়ি: বাংলায় পা রেখেছেন কংগ্রেস সংসদ রাহুল গান্ধী। রাহুল গান্ধীর পদার্পণ এর সঙ্গে সঙ্গেই যেন বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে কংগ্রেস ঝড়। ভারতজোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। মনিপুর থেকে মহারাষ্ট্র এই যাত্রা করতে চলেছেন রাহুল গান্ধী। জলপাইগুড়িতে এসেছেন রাহুল তার আগে গোটা জলপাইগুড়ি শহর জুড়ে কংগ্রেসের পতাকা ফ্লেক্স ফেস্টুনের ছড়াছড়ি। এরই মধ্যে কংগ্রেসের পতাকা ফেস্টুন ছেড়ার অভিযোগ উঠেছে যা নিয়ে সরগরম জলপাইগুড়ি রাজনীতি। এদিকে জলপাইগুড়িতে রাহুল গান্ধী বাসে করে ঢুকতেই ঘটলো আরেক বিপত্তি। রাহুলের বাস আটকে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে এই ঘটনায় রাজনৈতিক প্ররোচনামূলক ষড়যন্ত্রের অভিযোগ।

রাহুল গান্ধীর দলের বাস আটকে দিয়েছে পুলিশ এই অভিযোগের সরগরম জলপাইগুড়ি পাহাড়পুর মোড়। জলপাইগুরী পাহাড়পুর মোরে কংগ্রেস কর্মীরা দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে। ভারতজোড় নেয় যাত্রার বাস ঢুকতেই সেখানে পুলিশ বাস আটকে দেয় শুরু হয়ে যায় বচসা। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যেহেতু আজ পরীক্ষা রয়েছে তাই, এই বাস আটকে দেওয়া হয়। কোনরকম বিশৃঙ্খলা জাতে সৃষ্টি না হয় তার জন্যই এই কাজ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়।শাসকের দলদাস পুলিশ ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে বলে অভিযোগ কংগ্রেস কর্মীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *