পূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজমহিষাদল

রাষ্ট্রপতির হাত থেকে দ্রোণাচার্য পুরস্কার পেলেন মহিষাদলের ভূমিপুত্র।

নিজস্ব প্রতিনিধি শ্রীকৃষ্ণ মাইতি, মহিষাদল

রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেলেন মহিষাদলের সন্তান তপন পানিগ্রাহী। পুরস্কার নেওয়ার মুহূর্তে কার্যত আবেগে ভাসলো গোটা মহিষাদলের মানুষ। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ভারত সরকারের দ্রোণাচার্য পুরস্কার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পান মহিষাদলের সন্তান তপন পানিগ্রাহী। যাকে কেন্দ্র করে কার্যত বাঁধভাঙা উচ্ছ্বাস গোটা মহিষাদল তথা জেলা জুড়ে। তপনবাবু একজন জাতীয় সাঁতারু কোচ। ছোটবেলা নিজের গ্রাম মহিষাদলের গড়কমলপুর থেকেই প্রথম সাঁতারের হাতে খড়ি হয়। এরপর মহিষাদল থেকে পাড়ি দেন মহারাষ্ট্রের পুণে শহরে। সেখানে জাতীয় সাঁতার কোচ হিসেবে যোগদান করেন। দীর্ঘ ত্রিশ বছর কাজ করার পর অবসর গ্রহণ করেছেন তিনি। ওই সময় তার হাত ধরে বহু সাঁতারু জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য পেয়েছেন। তপনবাবুও এর আগে একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন। তবে এবার একেবারে ভারত সরকারের দেওয়া দ্রোণাচার্য পুরস্কার পেলেন মহিষাদলের সন্তান তপন পানিগ্রাহী। শনিবার সন্ধ্যায় তিনি রাষ্ট্রপতি ভবন থেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। পশ্চিমবঙ্গে তপনবাবু একাই এই পুরস্কার পেলেন। যাকে কেন্দ্র করে আনন্দের শেষ নেই মহিষাদলের মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *