দেশ

রায়গঞ্জে বিধায়ক কৃষ্ণকল্যানির বাড়ি ও দপ্তর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আয়কর দপ্তর আজ হানা দেয়

নিউজ বাংলা টুডে ডেস্ক : ব্যাবসায়িক লেনদেন সংক্রান্ত তথ্যের বিষয় জিজ্ঞাসাবাদ করতে আয়কর দপ্তরের সাথে ইডি র একটি দল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যানীর বাড়িতে আজ হানা দেয়।৯ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো অভিযান চলছে।বিধায়কের বাড়ি ছাড়াও,তাঁর কার্যালয় ,রয়্যাল এনফিল্ড শোরুম ,একটি মিল সহ বেশ কয়েকটি জায়গায় যান আধিকারিকরা।কৃষ কল্যাণী বাড়িতেই আছেন।কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ,বাড়িটি ঘিরে রেখেছে।এখনও প্রযন্ত কাউকেই বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না।অন্যদিকে,কলকাতায় রফি আহমেদ কিদওয়াই রোডে কৃষ্ণ কল্যাণীর বাড়ি এবং অফিসেও আয়কর দফতর এবং ইডি হানা দিয়েছে।একই সঙ্গে কালিয়াগঞ্জ,শিলিগুড়িতে দুই ব্যবসায়ীর বাড়ি ও কার্যালয়ে ইডি আধিকারিকরা এবং আয়কর দফতর আজ অভিযান চালান ।আয়কর দফতর এর একটি দল আজ মালদা জেলা সদর হবিবপুর ও বুলবুলচন্ডিতে তৃণমূল কংগ্রেস নেতা হেমন্ত শর্মার বাড়িতে এবং তার নামে থাকা বেশ কয়েকটি রাইস মিল ও দোকানে তল্লাশি চালায়।বর্তমানে হেমন্তবাবু দলীয় কোনো পদে না থাকলেও তিনি প্রাক্তন জেলাসম্পাদক ও জেলা কো অর্ডিনেটর হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলাচ্ছেন।প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আগামী সোমবার রাজ্য আসছেন। পরদিন রবীন্দ্র জয়ন্তীতে ও তিনি থাকবেন।প্রথমদিন জনসভা করার কথা থাকলেও ২৫ শে বৈশাখ মঙ্গলবার তাঁর কোনো কর্মসূচি থাকছে না বলে দলীয় সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *