পূর্ব মেদিনীপুররামনগর

রামনগর আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির নতুনভাবে পথ চলা শুরু সম্প্রীতির বার্তা দিয়ে।

পূর্ব মেদিনীপুর: রামনগর আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির নতুনভাবে পথ চলা শুরু সম্প্রীতির বার্তা দিয়ে। রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত ২২টি গ্রামের প্রতিনিধিদের নিয়ে আজ গঠিত হলো আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতি। এই সমিতি অনেক আগে গড়ে উঠলেও নতুন বছরে নতুনভাবে এই সমিতি পথ চলা শুরু করল। একদিকে মুসলিম ধর্মের রক্ষাও যেমন করবে এই কমিটি অন্যদিকে সম্প্রীতির বার্তা দিয়ে সর্ব ধর্ম সমন্বয়ে থাকার বার্তা দেবে এই কমিটি। আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতি আজ রবিবার সকাল দশটায় দুর্গাপুর বাস স্ট্যান্ডে সমিতির অস্থায়ীভবনে নবনির্বাচিত কমিটি গঠিত হয় ও আগামী দিনে বিভিন্ন কর্মসূচির রূপরেখা বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।রামনগর আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতি একদিকে মুসলিম ধর্মের রক্ষার কাজ যেমন করবে ঠিক অন্যদিকে সমাজের সর্বস্তরের সার্বিক উন্নয়ন ও বাল্যবিবাহ রোধ, মানুষের অভাব অভিযোগ শোনা তৎসহ সমাজের সম্প্রীতির বার্তা দিয়ে সমন্বয় গড়ে তোলা এই কমিটির মূল লক্ষ্য। বিভিন্ন ক্ষেত্রে যেসব মানুষরা বঞ্চিত রয়েছে তাদের পাশে দাঁড়িয়ে এই আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতি সার্বিক উন্নয়ন করবে। বিভিন্ন মানুষের সমস্যায় যেমন এগিয়ে আসবে অন্যদিকে সাধারণ মানুষের দাবিগুলোকে তুলে ধরবেন সরকারের সামনে। রামনগর এলাকায় মুসলিম সম্প্রদায়ের সার্বিক সমাধানের রাস্তা যেমন একদিকে প্রসারিত হবে ঠিক তেমনিভাবে হিন্দু মুসলিম ঐক্যের মাঝে সমন্বয়ের বার্তা পৌঁছে দেবে এই কমিটি।রামনগর আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির সভাপতি আব্দুল খালেক কাজী ও সম্পাদক তথা রানীসাই বাণীপিঠ হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ সফিউল রহমান এই কমিটিকে নিয়ে বিশেষ বার্তা দেন।

রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত বাইশটি গ্রামের কমিটির প্রতিনিধিরা আজকের সভায় উপস্থিত ছিলেন। প্রত্যেকের সার্বিক মতামত ও আলোচনার মাধ্যমে আগামী দিনে কর্মসূচির রূপরেখা তৈরি হয়।রামনগর আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির প্রাথমিক চ্যালেঞ্জ হলো বাল্যবিবাহ রোধ করা ও শিক্ষা, বিভিন্ন সমস্যা দূরীকরণ, সাথে সম্প্রীতির বার্তা প্রকাশ করা। আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতির যুগ্ম সহ সভাপতি হাবিব বেগ,ওহিদ আলীও সহ সম্পাদক সেক সাবির আলী আগামী দিনে সমিতির বিভিন্ন কর্মসূচি নিয়ে বার্তা তুলে ধরেন।রামনগর এক ব্লক এলাকার মধ্যে সারা বছর ধরে আটমহল মুসলিম সমাজ কল্যাণ সমিতি কাজ করবে। সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদের সঠিক দিশা দেখানোই এই কমিটির আগামী দিনের লক্ষ্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জহিরুল ইসলাম, কৃষি কর্মাধ্যক্ষ রবীন মহম্মদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *