পূর্ব মেদিনীপুররামনগর

রামনগরে বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে।

পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলার রামনগর বিধানসভা কেন্দ্রে ফের দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী গত ১০ই ফেব্রুয়ারী পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার বালকবাড় বাজার এলাকায় বিজেপির দলীয় পতাকা লাগানো হয়েবছিল। ১৫ই ফেব্রুয়ারী তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির কিছু দলীয় পতাকাগুলি ছিঁড়ে খালে দেয় এবং কিছু পতাকা পুড়িয়ে বলে অভিযোগ বিজেপির। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন। তার আগে এই ঘটনা এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরী করতে পারে এমনটা অভিযোগ বিজেপির। ১৭ ফেব্রুয়ারী বিজেপির পক্ষ থেকে রামানগর থানায় লিখিত অভিযোগ জানানো হয়।

দ্রুত ঘটনার তদন্ত করে দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী তোলেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার কিষান মোর্চার সভাপতি রতন আচার্য্য। তিনি বলেন এই রাজ্যে আমারা ভয়ে সন্ত্রাসের মধ্যে রয়েছি।এই স্বাধীন দেশে কতোদিন আমারা সুরক্ষিত থাকবো সে বিষয়ে সংশয় প্রকাশ করেন কিষান মোর্চার জেলা সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *