নন্দীগ্রামপূর্ব মেদিনীপুররাজনীতিশীর্ষ খবর

রাতের অন্ধকারে সিপিএমের দেওয়ার লিখনে কালি! অভিযোগ বিজেপির বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম:সামনেই আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে বিভিন্ন রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই নেমে পড়েছে মাঠে। নির্বাচনী প্রচারের পাশাপাশি দেওয়াল লিখন শুরু করেছে বেশ কিছু রাজনৈতিক দল। নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় সমস্ত রাজনৈতিক দলগুলি দেয়াল লিখন এর মাধ্যমে তাদের প্রচার শুরু করেছে। প্রার্থী তালিকা প্রকাশ না হলেও প্রার্থীর নাম বাদ দিয়ে লিখনের কাজ শুরু হয়েছে। নন্দীগ্রাম বয়ান এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মঙ্গলচক বুথে গত পরশু রাত্রে সিপিএমের দেয়াল লিখনকে কালি দিয়ে মুছে ফেলার ঘটনা ঘটেছে।

সিপিএমের জেলা কমিটির সদস্য পরিতোষ পট্টনায়েক বলেন নন্দীগ্রামে বিজেপি এবং তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। যার ফলে বিজেপি তৃণমূলকে সেট করে এবং তৃণমূল বিজেপিকে সেট করে চলতে চাইছে।যখন মানুষ জোট বাঁধছে, তখন তৃণমূল ভয় পেয়ে দেয়াল লিখনে কালি দিচ্ছে।

নন্দীগ্রামের তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গ বলেন দেওয়াল লিখন কে কেন্দ্র করে যে অভিযোগ আনা হচ্ছে সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। নন্দীগ্রামের গণহত্যার ইতিহাস নন্দীগ্রামবাসীদের মনে এখনো রয়েছে। তাই নৈতিকভাবে দেওয়াল লিখন সিপিএমের অধিকার থাকার কথা নয়।সিপিআইএম কে মনে করাতে চাই ওদের হাতে নন্দীগ্রামের কৃষকদের রক্ত লেগে আছে। গণতান্ত্রিক ভাবে লড়াইয়ে সিপিআইএম এগিয়ে আসতেই পারে। তবে নৈতিকভাবে তারা অপান্তেয়। এই মিথ্যে অভিযোগ করে সিপিআইএম খবরের শিরোনামে থাকতে চাইছে।

অপরদিকে নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল বলেন ভারতীয় জনতা পার্টি সৌজন্যে রাজনীতি করে। এই কাজ সম্পূর্ণ অনভিপ্রেত যারা এই কাজ করেছে তাদের সমর্থন করি না। দেওয়াল লিখনে কলিমাখানো কে কেন্দ্র করে যথেষ্ট উত্তাল নন্দীগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *