Breakingদেশশীর্ষ খবর

রাতেই কি সিএএ-র বিজ্ঞপ্তি জারি হতে চলেছে?

ঐতিহাসিক পদক্ষেপ করতে চলেছে মোদী সরকার। সোমবারই দেশ জুড়ে সিএএ অর্থাৎ নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিজ্ঞপ্তি জারি হতে পারে। সূত্রের খবর সিএএ জারির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চুড়ান্ত প্রস্তুতি চলছে। আজ সন্ধ্যার মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের সরকারি ওয়েবসাইটে এই বিষয়ক যাবতীয় নিয়ম কানুন জারি করা হবে বলে মনে করা হচ্ছে। পরবর্তী সময়ে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে বিবৃতি দেওয়া হবে। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের বিজেপি নেতারা বারবার বলেছেন, লোকসভা নির্বাচনের আগেই সিএএ কার্যকর করা হবে। সিএএ বিজ্ঞপ্তি জারির পরই সিএএ কার্যকর করা হতে পারে। যা জানা যাচ্ছে, সম্ভবত আজ রাতেই জারি হয়ে যেতে পারে সিএএ-এর বিজ্ঞপ্তি।

রাত দশটাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে দিতে পারে বলে সূত্রের খবর। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই আজ এই বড় ঘোষণা করতে চলেছেন।একবার বিজ্ঞপ্তি জারি হলেই গোটা দেশে লাগু হয়ে যাবে সিএএ। তারপরই পাকিস্তান, বাংলাদেশের মতো দেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া যে শরণার্থীরা এই আইনের অধীনে নাগরিকত্বের আবেদন করতে চান, তারা আবেদন করতে পারবেন।এর আগে বিভিন্ন রাজ্য সরকারের বিরোধিতায় এই আইন কার্যকর করা যায়নি। সূত্র মতে, এই আইন বলবৎ করার ক্ষেত্রে রাজ্য প্রশাসনের ভূমিকা যথাসম্ভব ন্যুনতম করা হবে। রাজ্যের অসহযোগিতা থাকলে, মাঠে-ময়দানে সিএএ বলবৎ করা সম্ভব হবে না। ফলে, রাজ্য প্রশাসনের পরিকাঠামোকে এড়িয়ে, যথা সম্ভব কেন্দ্রীয় সরকারি পরিকাঠামোকে কাজে লাগিয়ে এই আইন কার্যকর করার চেষ্টা চলছে। আর আজ বিজ্ঞপ্তি জারি হয়ে গেলে, লোকসভা নির্বাচনের আগে এটিই হবে মোদি সরকারের পাওয়ারফুল মাষ্টার স্ট্রোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *