Breakingকোলাঘাটপূর্ব মেদিনীপুর

রাতেই উত্তপ্ত কোলাঘাট স্ট্রং রুম চত্বর! চাঞ্চল্য,ঘটনা স্থলে বিশাল পুলিশ বাহিনী।

পূর্ব মেদিনীপুর: রাতেই উত্তপ্ত কোলাঘাট স্ট্রং রুম চত্বর। কয়েকজন যুবককে ঘিরে চলল বিক্ষোভ। ঘটনা স্থলে বিশাল পুলিশ বাহিনী।পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের ইভিএম স্টং রুম করা হয়েছে কোলাঘাট কে.টি.পি.পি হাই স্কুল। আর সেই স্কুলের পিছনের চত্বর মেসাড়া গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ যে গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতীরা হাতে ওয়াকি টকি নিয়ে ঘোরাফেরা করছে। আর তারপরেই বিজেপি কর্মী সমর্থকরা ওই কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায়।

ঘটনাস্থলে আছে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। পরে ওই যুবকরা স্থান পরিত্যাগ করে। বিজেপির অভিযোগ যে ইভিএম চেঞ্জ করার জন্য তৃণমূল কংগ্রেসের আইপ্যাক এর ছেলেরা এসেছিল। তবে আমরা প্রতিরোধ করার পর পুলিশের সাহায্য নিয়ে বেরিয়ে চলে যায়। আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

ঘটনাস্থলে আসে তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলী।তিনিও অভিযোগ করেন যে আইপ্যাকের ছেলেরাই এসেছিল এলাকার গন্ডোগোল বাধাতে।এই ঘটনা ঘিরে পুলিশের সাথে বিজেপি কর্মীদের মধ্যে বাঁধে তীব্র বচসা।

পরে রাতে পুলিশ এসে অবস্থা স্বাভাবিক করে।যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *