দীঘাপূর্ব মেদিনীপুর

রাজ্য স্তরের তায়কোয়ান্দো প্রতিযোগিতায় জয় জয়কার পূর্ব মেদিনীপুর জেলার!

পূর্ব মেদিনীপুর: রাজ্য স্তরের তায়কোয়ান্দো প্রতিযোগিতায় সাফল্য অর্জন পূর্ব মেদিনীপুর জেলার দীঘা-রামনগর তায়কোয়ান্দো ট্রেনিং সেন্টারের। সম্প্রতি মালদায় হয়ে যাওয়া তায়কোয়ান্দো প্রতিযোগিতা-২০২৪ এর রামনগরে ১৫ জন ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করে তাদের মধ্যে ৭ জন সোনা,৪ জন সিলভার,৩ জন ব্রোঞ্জ পদক জিতে।

পূর্ব মেদিনীপুর জেলার এই প্রথম এতো বড় সাফল্য তায়কোয়ান্দো প্রতিযোগিতায়। সেই সঙ্গে এক ছাত্রী জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ গ্রহণে সুযোগ পায়।ছাত্র-ছাত্রীদের এই সাফল্য দেখে খুশি প্রশিক্ষক থেকে এলাকাবাসী।দীঘা-রামনগর ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এদিন দীঘা বিদ্যা ভবন স্কুলের কৌস্তুভ মঞ্চে আয়োজিত হয় কৃতিদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান।

প্রশিক্ষক রাজিব বেরা বলেন, এই সাফল্য আগামী দিনের ছাত্র-ছাত্রীদের মাঠ মুখী করাতে সাহায্য করাবে।এই দিন এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘা বিদ্যা ভবন স্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু করন, বিশিষ্ট ক্রীড়াবিদ বসন্ত কুমার জানা, প্রশিক্ষক দেবশঙ্কর রায় ও নন্দন মিশ্র প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *