রাজ্যশীর্ষ খবর

রাজ্য সরকার, শিক্ষক- শিক্ষাকর্মী এবং পুরসভা কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়ার প্রক্রিয়া সহজতর করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার

নিউজ বাংলা লাইভ: রাজ্য সরকার, শিক্ষক- শিক্ষাকর্মী এবং পুরসভা কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়ার প্রক্রিয়া সহজতর করতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় স্বশাসিত সংস্থার কর্মীদের পিএফ-এর ক্ষেত্রে অনলাইন ব্যবস্থা চালু করতে রাজ্যের অর্থ দফতর এক বিজ্ঞপ্তি জারি করেছে। এর আওতায় সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং পুরসভা ও পঞ্চায়েত কর্মীদের প্রভিডেন্ট ফান্ডও রাজ্য সরকারের আইএফএমএস পোর্টালের আওতায় আনা হচ্ছে। এখন শুধুমাত্র সরকারের বিভিন্ন দফতরের কর্মীদের পিএফ-ই এই পোর্টালের মাধ্যমে পরিচালিত হয়। নতুন ব্যবস্থায় পিএফের টাকা যেমন দ্রুত মিলবে, তেমনি পরিচালন ব্যবস্থাতেও স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে।উল্লেখ্য, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীরা অনেক সময়েই পিএফের টাকা জমা ও সুদের বার্ষিক হিসেব ঠিকঠাক পান না বলে অভিযোগ। আই এফএমএস ব্যবস্থার আওতায় এলে তারা অর্থবর্ষের শেষে অনলাইনে পোর্টাল থেকে পুরো হিসেব পেয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *