Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

রাজ্য সরকার প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে ১লা সেপ্টেম্বর থেকে চালু হল দুয়ারে সরকার

নিউজ বাংলা লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের সফলতম এবং জাতীয় স্তরের সমাদৃত ও রাজ্যের সর্বাধিক মানুষের কাছে সরকারি পরিষেবা প্রদানের অন্যান্য কর্মসূচি ৩৫ টি পরিষেবা নিয়ে ১লা সেপ্টেম্বর ২০২৩ থেকে পুনরায় শুরু হল দুয়ারে সরকার সপ্তম পর্যায়।

আজ থেকে শুরু হয়েছে রাউন্ড ওয়ান আবেদনপত্র গ্রহণ শিবির ১থেকে ১৬ সেপ্টেম্বর ২০২৩ রাউন্ড ২ পরিষেবা প্রধান শিবির ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৩দার্জিলিংয়ের জেলাশাসক এস, পূর্ণবলাম আজ জেলাশাসকের দপ্তরে একটি সাংবাদিক সম্মেলন করে দুয়ারে সরকারের আবেদনপত্র গ্রহণ এবং পরিষেবা প্রধান শিবির সম্বন্ধে বিস্তারিত জানালেন তিনি।নতুন পরিষেবা বার্ধক্য ভাতা, হস্তশিল্পী ও তাঁত শিল্পীর অনলাইনে রেজিস্ট্রেশন।পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের নিবন্ধীকরণ।ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদগীদের উদ্দোম পোর্টালের অনলাইন নিবন্ধিকরন।অন্যান্য পরিষেবা লক্ষীর ভান্ডার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড খাদ্য সাথী স্বাস্থ্য সাথী প্রতিবন্ধকতার প্রশংসাপত্র জাতিগত প্রশংসাপত্র, জয় জোহার এবং আরো অনেক পরিষেবা। দুয়ারে সরকার শিবিরে সকল পরিষেবার এপ্লিকেশন ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে বাইরে থেকে কোন ফর্ম গৃহীত হবে না সহায়তার জন্য 033-22140152/ 1800 345 0117 নাম্বারে ফোন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *