জেলাতমলুকপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, একই ব্যানারে দুই জায়গায় আলোচনা সভা,শোরগোল রামতারকহাট এলাকায়

নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর:– বর্তমান শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব মাঝে মধ্যেই প্রকাশ্যে আসে, পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলির অন্তর্দ্বন্দ্বের ছবি মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসে, এরই মাঝে অরাজনৈতিক সংগঠনের উঠল এমনই চিত্র, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার রামতারকহাট এলাকায় রামতারকহাট বন্ধন ভবনে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের আলোচনা সভার আয়োজন করা হয় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে, কিন্তু একই রেজিস্ট্রেশন নাম্বার মুদ্রিত ব্যানারে ওই এলাকায় অন্য স্থানে আলোচনা সভার আয়োজন করা হয়। জা-নিয়ে শুরু হয়েছে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, শুরু হয়েছে একে অপরকে কাদা ছোড়াছুড়ি, একজন বলছে বৈধ আর একজন বলছে অবৈধ। এ নিয়ে ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে দলভারী করতে একে অপরের দিকে কাঁছি টানাটানি প্রতিযোগিতা শুরু করেছে, যদিও এই সম্বন্ধে আজকের এই সভার সম্পাদক শ্রীধর মিশ্র বলেন এটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, তবে এই অরাজনৈতিক সংগঠন এই ধরনের ঘটনা ঘটায় আমরা ভালো চোখে দেখেছি না, একাধিক বিষয় নিয়ে তীব্র নিন্দা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *