শীর্ষ খবরস্বাস্থ্য

রাজ্যে প্রসূতি মৃত্যুর হার আগের তিন বছরের তুলনায় কমেছে

নিউজ বাংলা টুডে ডেক্স: রাজ্যে গত আর্থিক বছরে প্রসূতি মৃত্যুর হার আগের তিনটি বছরের তুলনায় কমেছে। নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতর সূত্রে জানা গেছে, এই তিন বছরে রাজ্যে প্রসূতি মৃত্যুর হার পর্যায়ক্রমে কমেছে। ২০২২-২৩ এ রাজ্যে ১ হাজার ১১২ জন প্রসূতির মৃত্যু হয়েছে। ২০২১-২২ এ এই সংখ্যা ছিল ১ হাজার ২৩৪। ২০২০-২১অর্থবর্ষে রাজ্যে মারা গিয়েছিলেন ১ হাজার ৩৬০ জন প্রসূতি। ২০২৩-২৪ এ এই সংখ্যা হাজারের নীচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

রাজ্যের নারী শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রসূতি মৃত্যু ঠেকাতে বেশ কিছু কড়া পদক্ষেপ করেছেন। গর্ভধারণকালে মহিলাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা, তাঁদের রক্তাল্পতা, অপুষ্টি রুখতে পদক্ষেপ করা হচ্ছে। পাশাপাশি গ্রামেগঞ্জে আশাকর্মীদের সচেতনতা প্রচার বাড়ানোরও নির্দেশ দেওয়া হচ্ছে। শারীরিকভাবে দুর্বল মা ও শিশুর তথ্য সংগ্রহ করে তাঁরা স্বাস্থ্য সংক্রান্ত পোর্টালে তা তুলে দিচ্ছেন। ফলে মা ও শিশুর স্বাস্থ্যের ওপর আরো ভালোভাবে নজররদারি সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *