রাজ্যশীর্ষ খবরস্বাস্থ্য

রাজ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে!

নিউজ বাংলা লাইভ: ডেঙ্গুতে মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সরকারিভাবে কোনও পরিসংখ্যান প্রকাশ না করা হলেও, বিভিন্ন অসমর্থিত সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত শুক্রবার থেকে এ পর্যন্ত রাজ্যে মশাবাহিত এই রোগে রাজ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুর সঙ্গে ম্যালেরিয়ার প্রকোপ বাড়তে শুরু করায় উদ্বিগ্ন চিকিৎসকরা।বেলেঘাটা আইডি হাসপাতালে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ৪ জন ভর্তি হয়েছেন।

দক্ষিণ কলকাতার এম আর বাঙুর হাসপাতালেও ৪ ম্যালেরিয়া রোগী ভর্তি রয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যে এই সপ্তাহে ৬৭৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। বেলেঘাটা আইডি হাসপাতালে ১০ জন এবং এম আর বাঙুরে ১৫ জন ডেঙ্গু আক্রান্তের চিকিৎসা চলছে।

অন্যদিকে, বিধাননগর পুর এলাকায় গত এক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৫ জন। জ্বর হলে, দ্রুত পরীক্ষা সহ ডেঙ্গি মোকাবিলায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ইতিমধ্যে ৮ দফা নির্দেশিকা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *