Breakingরাজনীতিরাজ্যশীর্ষ খবর

রাজ্যে আজকে ভোট গণনা শেষ হলো! জানুন বিস্তারিত

নিউজ বাংলা লাইভ: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা এখন শেষ পর্যায়ে। নির্বাচন কমিশন থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী গ্রাম পঞ্চায়েতে ৬৩ হাজার ২২৯টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ৩২ হাজার ৬২৯টি আসনে। এগিয়ে আছে ১ হাজার ১৩৮টি আসনে।জেলা পরিষদে তৃণমূল কংগ্রেস ২০৮ টি আসনে জয়ী।

বিজেপি জয়ী ৮৯২৬-টি আসনে ও এগিয়ে আছে ২৮৪ টি আসনে। পঞ্চায়েত সমিতিতে বিজেপি ৪৬৮ টি আসনে জয়ী, এগিয়ে রয়েছে ১৫৯-টিতে। জেলা পরিষদে বিজেপি ৪-টি আসনে জয়ী, এগিয়ে ৭ টিতে।

সিপিএম জয়ী হয়েছে ২৭৩৩-টি আসনে, এগিয়ে আছে ১৭৩ টিতে।পঞ্চায়েত সমিতিতে সি পি আই এম ৯৮-টি আসনে জয়ী, এগিয়ে ৪০-টিতে। জেলা পরিষদে সি পি আই এম ৫-টিতে।

কংগ্রেস ২ হাজার ৩৪১ টিতে জয়ী হয়েছে। এগিয়ে ১৭৩ টিতে।পঞ্চায়েত সমিতিতে কংগ্রেস ১০২-টিতে জয়ী, এগিয়ে ৩৩-টি আসনে। জেলা পরিষদে কংগ্রেস ৪-টি আসনে এগিয়ে রয়েছে।নির্দল এবং অন্যান্যরা জয়ী হয়েছে ২ হাজার ৭৩১ টি আসনে। এগিয়ে রয়েছে ৭২- টিতে।পঞ্চায়েত সমিতিতে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছে ৯৫-টি আসনে, এগিয়ে ১৮-টিতে। ২৫-টি আসনের ফলাফল অমীমাংশিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *