রাজ্যশীর্ষ খবরস্বাস্থ্য

রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে নির্মিত ডায়ালিসিস সেন্টার, রোগনির্ণয় কেন্দ্র ও ন্যায্যমূল্যে ওষুধের দোকানে অনিয়ম রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার

নিউজ বাংলা লাইভ: রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে নির্মিত ডায়ালিসিস সেন্টার, রোগনির্ণয় কেন্দ্র ও ন্যায্যমূল্যে ওষুধের দোকানে অনিয়ম রুখতে রাজ্য সরকার কড়া ব্যবস্থা নিচ্ছে। এখানে আসা রোগীদের তথ্য এখন থেকে বাধ্যতামূলক ভাবে অনলাইনে সংরক্ষণ করতে হবে। প্রত্যেকটি কেন্দ্রের তথ্য সংরক্ষণের জন্য এবং চিকিৎসা ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতে রাজ্যের স্বাস্থ্য দফতর, একটি বিশেষ পোর্টাল চালু করেছে।

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে নিখরচায় ডায়গনস্টিক পরিষেবা দেওয়ার জন্যে রাজ্য সরকার, চলতি বছরে মোট ১৬ কোটি ৩৩ লক্ষ টাকা বরাদ্দ করেছে। এ ছাড়াও ‘ফেয়ার প্রাইস ডায়ালিসিস সেন্টারের জন্যে ৬৮ লক্ষ ৭৬ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। ‘ন্যাশনাল ফ্রি ডায়গনস্টিক সার্ভিসেস’ প্রকল্পে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ, জেলা ও মহকুমা হাসপাতাল এবং স্টেট জেনারেল হাসপাতালে বেসরকারী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ‘পিপিপি’ মডেলে ডায়গনস্টিক সেন্টার তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *