পূর্ব মেদিনীপুরমহিষাদল

রাজারামপুর কাপাসএড়্যা লজে সংঘর্ষের প্রতিবাদ সভা আইমা সংগঠনের।

গত ১৪ ফেব্রুয়ারী রাজারামপুর কাপাসএড়্যা NH 116 রোডের পাশে একটি লজে একদল যুবক রক্তাক্ত হয়েছিল।

এই ঘটনার প্রতিবাদে এবার সরব হল আইমা সংগঠনের সদস্যরা।পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে ব্যাঙের ছাতার মত কাপাসএড়্যা, রাজারামপুর, বটতলা এলাকায় যে অবৈধ লজে দেহ ব্যাবসাকে ঘিরে এলাকায় চুরি ছিনতাই, মহিলা নিরাপত্তা, মদ গাঁজা, ফেনসিডিল, ইয়াবা ভরে গেছে, এই ঘটনার প্রতিবাদে এবং এই অবৈধ কার্য্য কলাপ গুলি অবিলম্বে বন্ধের দাবীতে আইমা সংগঠনের পক্ষ থেকে একটি পথসভা ও বিক্ষোভ তোলেন আইমা সংগঠনের সদস্যরা। পাশাপাশি এদিন প্রশাসনের বিরুদ্ধে চরম ক্ষোভ উগরে দিয়েছেন এই সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *