Breakingজলপাইগুড়িদুর্ঘটনাশীর্ষ খবর

রবিবার দুর্ঘটনার কবলে পুলিশের পাইলট ভ্যান। গুরুতর আহত এ,এস,আই সহ পুলিশের গাড়ির চালক

নিউজ বাংলা লাইভ: জলপাইগুড়ি থেকে বানারহাট যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পুলিশের পাইলট ভ্যান।

রবিবার দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাঠ এলাকায় এশিয়ান হাইওয়ে ৪৮ এর উপর। দুর্ঘটনায় গুরুতর জখম দুজন পুলিশ কর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়ে পরপর তিনটি গাড়ি। পুলিশের পাইলট ভ্যানটি বানারহাট অভিমুখে যাওয়ার সময় একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে গয়েরকাটার দিক থেকে আসা একটি দুধের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একটি কন্টেইনার দুধের গাড়ির পিছনে এসে ধাক্কা মারে। দুর্ঘটনায় পুলিশের গাড়িটি দুমড়েমুচড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ির দমকল বাহিনী পৌঁছে আহতদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ও হাসপাতালে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ ও ট্রাফিক ওসি।

পুলিশ সূত্রে জানা যায়, এ,এস,আই পরিতোষ বর্মন সহ মোট ৪ জন পুলিশ কর্মী জলপাইগুড়ি থেকে বানারহাট লক্ষীপাড়া চা বাগানে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় এএসআই পরিতোষ বর্মন সহ কনস্টেবল বিট্টু বিশ্বকর্মার আঘাত গুরুতর হওয়ায় তাদের জলপাইগুড়িতে সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।ঘটনা প্রসঙ্গে, ডিএসপি বিক্রমজিৎ লামা টেলিফোনে জানান জলপাইগুড়ি থেকে বালারহাটে যাওয়ার পথে ধুপগুড়ির কাছে দুর্ঘটনা কবলে পড়ে পাইলট ভ্যান গুরুতর আহত পুলিশ কর্মী। আহত দুজনকে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতাল থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। ঘটনায় পুলিশি তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *