মালদাশীর্ষ খবর

রটন্তীকালী পুজোয় মাতলেন মথুরাপুরবাসী

পার্থ ঝা,মানিকচক: এক নয়,দুই নয় টানা দুশো বছর ধরে মহাসমারোহে পুজিতা হয়ে আসছেন রটন্তীকালী।মানিকচকের মথুরাপুর খোসালদিয়া গ্রামে পান্ডে কালীবাড়িতে মাঘ মাসের চতুর্দশী এবং অমাবস্যা তিথিতে দেবীর পুজো হয়।লোক মুখে শোনা গেছে, আগে ওই এলাকার অন্য একটি স্থানে রটন্তী কালীপুজো হত।

পরবর্তীতে আদি কালীবাড়িতে পান্ডে পরিবার এই কালী পুজো করে আসছে।পুজোকে কেন্দ্র করে আনন্দে মুখরিত হয় গোটা এলাকা।কালীবাড়ির পুরোহিত রাজকিশর পান্ডে জানান, রীতিমতো শাস্ত্রমতে প্রায় ২০০ বছর ধরে ষোড়শপচারে এই রটন্তী কালীপুজো হয়।পুজোয় ভোগ হিসাবে ফল প্রসাদ দেওয়া হয়।পুজোয় বলি দেওয়ার রীতিও প্রচলিত।মাঘ মাসের চতুর্দশী তিথিতে রীতিমতো শাস্ত্রমতে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পুজো হয়।শুক্রবার রাতে এবং শনিবার দুপুরে পুজো হয়।এলাকার সকল বাসিন্দা পুজোর আনন্দে মেতে উঠেন।এই মাঘ মাসে মায়ের আর্বিভাব হয়।তাই এই তিথি রটন্তী চতুর্দশী হিসাবে প্রচলিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *