স্পেশাল

যাবেন নাকি গজলডোবা রকমারি মাছের চপ খেতে!

কাছে পিঠে ঘুরতে যাওয়ার অন্যতম সেরা ঠিকানা গজলডোবা, গজলডোবার ভোরের আলো ইতিমধ্যেই পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। সপ্তাহের শেষে শনি ,রবিবার, এছাড়া ছুটির দিনগুলিতে গজল ডোবায় পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

অনেকেই ছুটির আনন্দ উপভোগ করতে গজল ডোবায় পাড়ি দিয়েছেন। অপরুপ তিস্তা নদীর সৌন্দর্য উপলব্ধি করবার পাশে পাশে পেট পুরে খানাপিনা করতে দেখা গেল অনেককেই। বিভিন্ন রকমের মাছের চপ গজল ডোবায় যথেষ্ট জনপ্রিয়। চিংড়ি মাছ থেকে শুরু করে বোরলি মাছ, এছাড়া আরো বিভিন্ন রকমের মাছের চপ পাওয়া যায় সংলগ্ন বাজারের বিভিন্ন দোকানগুলিতে।

এই সকল রকমারি চপ খেতে দেখতে পাওয়া গেল অনেককেই, এই ব্যাপারে এক দোকানদার জানান সকাল থেকে দোকান চালু হয়ে যায় রাত অব্দি চলে। সবে হঠাৎ বৃষ্টি নামার কারণে কিছুটা হলেও এদিন ব্যবসায় ভাটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *