কলকাতাশীর্ষ খবর

যানজট এড়াতে এবং দূষণ কমানোর লক্ষে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায়, “মাল্টিমডেল ট্রান্সপোর্ট হাব তৈরির পরিকল্পনা করেছে রাজ্য সরকার

নিউজ বাংলা লাইভ: যানজট এড়াতে এবং দূষণ কমানোর লক্ষে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায়, “মাল্টিমডেল ট্রান্সপোর্ট হাব তৈরির পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এই লক্ষে রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে আজ একটি বৈঠক বসবে। গত তেসরা জুলাই ধর্মতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় যানজটের সমস্যা ও ধোঁয়াজনিত দূষণ কমানোর কাজের রূপরেখা তৈরি করতে রাজ্য সরকারের তরফে বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে রাজ্য পরিবহণ দফতর, পরিবহণ নিগম, পূর্ত দফতর, মেট্রো রেল কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আদালতের নির্দেশে বৈঠকে সেনাবাহিনীর প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে।এই হাব গড়ে উঠলে মানুষ একই ছাদের তলায় বাস-মেট্রো সহ বিভিন্ন ধরনের গণ পরিবহণ ব্যবহারের সুযোগ পাবে।

উল্লেখ্য, আদালতে এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী চৌঠা আগষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *