জেলাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজময়না

ময়না ব্লকে মোটর ভ্যান চালকেদের DM ডেপুটেশন প্রস্তুতি

সারাবাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের ময়না ব্লকের পক্ষ থেকে DM ও SP অফিসে 14 ই ডিসেম্বর ডেপুটেশন উপলক্ষে আজ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।সারাবাংলা মোটর ভ্যান চালক ইউনিয়ন র্দীঘদিন ধরে (২০০৫ সাল্ থেকে) মোটরভ্যানকে পরিবহণ আইনের অন্তুর্ভুক্ত করে স্থায়ী লাইসেন্স প্রদানের দাবি জানিয়ে আসছে ৷ মোটর ভ্যান চালকদের পরিবহন শ্রমিকের স্বীকৃতিও দেওয়া হয় নি। তার উপর মোটরভ্যান চালকদের হাইরোডে উঠতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। হাইরোডে উঠলে বা বিভিন্ন সময় বিভিন্ন কারণে মোটর ভ্যানচালকদের উপর পুলিশ হয়রান করছে ৷ দরিদ্র খেটে খাওয়া মোটর ভ্যান শ্রমজীবী মানুষ মনে করছে বৃহৎ পুজির স্বার্থে মোটর ভ্যান চলাচল বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে ৷ তাই মোটরভ্যানচালক ইউনিয়নের দাবি,তাদের উপর পুলিশি হয়রানি বন্ধ করতে হবে,’মোটরভ্যানকে পরিবহন আইনের অন্তর্ভুক্ত করতে হবে, মোটর ভ্যান চালকদের পরিহন শ্রমিকের স্বীকৃতি দিতে হবে। সমস্ত ব্লকে মোটর ভ্যানের TIN নম্বর দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *