ব্রেকিং নিউজ

ময়না বি পি এইচ সি তে হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,

আজ ময়না বি পি এইচ সি তে কয়েকটি দাবিতে অবস্থান এবং বিএমওএইচ এর নিকট ডেপুটেশন দেওয়া হল হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটির ময়না থানা শাখার পক্ষ থেকে। রাজ্য সরকারী হাসপাতালে জীবনদায়ী ঔষধের তালিকা থেকে ৫০ শতাংশ ঔষধ সরবরাহ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, রামচন্দ্রপুর ও আড়ংকিয়ারাণা পি এইচ সি তে দৈনিক ডাক্তার নিয়োগ সহ বেশ কিছু দাবিতে আজকের ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন জগদীশ মাইতি, প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ভৌমিক, প্রাক্তন ব্যাঙ্ক কর্মচারী প্রশান্ত মাইতি, ডাঃ গোকুল মাল, শ্যাম দাস সহ অন্যান্যরা।
জগদীশ মাইতি বলেন গত ২ বছরে করোনা আবহে বিপর্যস্ত দেশের অর্থনীতি।

সরকারের স্বাস্থ্য পরিষেবা সুলভ না করে ৫০% ঔষধ বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। এই সিদ্ধান্ত প্রত্যাহার সহ ময়না বি.পি.এইচ.সি তে শিশু-গাইনো ও মেডিসিনের ডাক্তার নিয়োগ, শিফ্‌ট ভিত্তিক ডাক্তার পরিবর্তন ,হাসপাতালের গেটে আলো,সাধারণ মানুষের জন্য বাথরূম ও রামচন্দ্রপুর পি.এইচ.সি তে দৈনিক ডাক্তরের ব্যবস্থার দাবী জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *