জেলাব্রেকিং নিউজ

ময়নায় অতিবৃষ্টিতে প্লাবিত ছাত্র ছাত্রীদের এআইডিএসও’র পক্ষ থেকে ত্রাণ ও শিক্ষা সামগ্রী প্রদান।

২৭.১০.২১; ময়না: ময়নাতে গত কয়েক দিন অতিবৃষ্টিতে প্লাবিত মানুষদের সাহায্যার্থে শিক্ষা ও ত্রাণ সামগ্রী প্রদান করল ছাত্র সংগঠন AIDSO র পূর্ব মেদিনীপুর জেলা কমিটি। সম্প্রতি অতিবৃষ্টিতে ময়না থানার প্রায় সম্পূর্ণ অংশ জলমগ্ন। বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় গ্রহণ করেছেন। ছাত্রসংগঠন AIDSO পূর্ব মেদিনীপুর জেলার বন্যা কবলিত বিভিন্ন ব্লকের মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ, শিক্ষা সামগ্রী প্রদান, মেডিকেল ক্যাম্প সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। অাজ ময়না থানার মধুর কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৭৫ জন ছাত্রছাত্রীকে খাদ্য ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় AIDSO র পক্ষ থেকে। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট গ্রামীন চিকিৎসক হরিপদ বর্মন, শিক্ষক সুব্রত বাগ, প্রনব বর্মন, সংগঠনের রাজ্য কমিটির সদস্য সুদর্শন মান্না, জেলা কমিটির সদস্য শুভজিত অধিকারী ময়না ইউনিটের সদস্য সুশোভন মন্ডল, গোপাল প্রামানিক, সুশান্ত বাগ সহ অন্যান্যরা। সুদর্শন মান্না বলেন “AIDSO সারা দেশ জুড়ে শিক্ষাকে বাঁচানোর স্বার্থে অান্দোলনে সামিল। দীর্ঘ অান্দোলনের চাপে সরকার স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত ঘোষণা করেছে। অান্দোলনকারী জনগণকে অভিনন্দন জানান তিনি। প্রশাসনের কাছে বন্যাকবলিত ছাত্রছাত্রীদের বই সহ শিক্ষা সামগ্রী প্রদান এবং বন্যা ও ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবী জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।” কালীপূজা র পর ময়নাতে অারও একটি ত্রাণ শিবিরের অায়োজন করা হবে বলেও জানান হয় সংগঠনের সদস্যরা।
সংবাদদাতা সুশোভন মন্ডল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *