ব্রেকিং নিউজময়না

ময়নার দ্রুত জল নিকাশী, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দের ক্ষতিপূরণের দাবীতে বিডিও অফিসে SUCI(c) র বিক্ষোভ।

ময়না, নিজস্ব প্রতিনিধি পূর্ব মেদিনীপুর,সুজিত মন্ডল

আজ বেশ কয়েকটি দাবীতে ময়না BDO Office এ SUCI দলের পক্ষ থেকে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়।
ময়নার অভ্যন্তরে জমা জল দ্রুত নিষ্কাশন; অতিবৃষ্টিতে বিপন্ন অসহায় পরিবারবর্গের ত্রাণ ও পুনর্বাসন; চন্ডিয়া নদীর উভয় পৃষ্ঠে অবৈধ ইটভাটা ও মেছোঘেরী বন্ধ; ময়নার সমস্ত নিকাশী খাল ও স্লুইস গেট গুলি সংস্কার করার দাবীতে বিক্ষোভ দেখানো হয় ও BDO র নিকট ডেপুটেশন দেওয়া হয়। ময়না পুরোনো বাসস্ট্যান্ড থেকে মিছিল সহকারে বিডিও অফিসে বিক্ষোভ দেখান দলের শতাধিক কর্মী সমর্থক। বিক্ষোভে নেতৃত্ব দেন দলের জেলা কমিটির সদস্য বিবেক রায়, সুব্রত বাগ, সুদাম সাহু। বিবেক রায় বলেন অতি বৃষ্টিতে কার্যত ময়নাবাসী জলের তলায়। নব্বইয়ের দশকে SUCI(C) দলের অান্দোলনে গড়ে ওঠা ঢেউ ভাঙ্গা ক্যানেল সহ অন্যান্য খালগুলো ও স্লুইসগেট গুলো দীর্ঘদিন সংস্কারের অভাবে ভেতরের জল নিষ্কাশন হচ্ছে না। ফলে ময়নাবাসী চরম সঙ্কটাপন্ন। অথচ প্রশাসন নামমাত্র কিছু কাজ ছাড়া নির্বিকার। চন্ডিয়া নদীর উভয় পৃষ্ঠে বেআইনি ভাবে গড়ে উঠেছে অনেক ইটভাটা ও মেছোঘেরী। এই ইটভাটা ও মেছোঘেরী বন্ধ করা এবং ৩টি ফুটব্রীজ ভেঙে দীর্ঘ ও উচ্চতা বাড়িয়ে ব্রীজ নির্মাণের দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *