পূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

মোবাইল টাওয়ার বসানো হবে, লোভ দেখিয়ে মোটা টাকা আত্মসাৎ! পূর্ব মেদিনীপুর জেলা সাইবার ক্রাইমের সাফল্য একসাথে ১৫ জন প্রতারণা অভিযুক্তদের গ্রেপ্তার।

নিউজ বাংলা টুডে ডেস্ক : এবার পূর্ব মেদিনীপুর সাইবার ক্রাইম থানার পুলিশের হানা সল্টলেক সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টারে। ২৪ ঘণ্টা কাটতে না কাটতে আবারো একটি ভুয়ো কল সেন্টারের হদিশ সল্টলেক সেক্টর ফাইভে। ভুয়ো কল সেন্টারটি বি ই ৩৪ Rose berry port folio sollutions pvt ltd নামে চলছিল। এই কল সেন্টারটির মালিক রনিক পাল। গত ৫ সেপ্টেম্বর সমিরন গুছাইত নামে এক ব্যক্তি নন্দকুমার থানায় অভিযোগ দায়ের করেন যে, মোটা টাকার বিনিময় তার বাড়িতে টাওয়ার বসানো হবে এই লোভ দেখিয়ে মোটা টাকা আত্মসাৎ করেছে এই কোম্পানি। অভিযোগকারী আরো বলেন ধাপে ধাপে প্রায় ২৫ লক্ষ ৫০ হাজার টাকা দিয়েছেন ওই প্রতার কোম্পানিতে এরপর প্রায় বেশ কয়েক মাস কাটার পর কোন সূরা না হয় নন্দকুমার থানায় অভিযোগ জানান। আর সেই অভিযোগ ভিত্তিতে তদন্ত করেন পূর্ব মেদিনীপুর জেলার সাইবার ক্রাইম পলিশ।গতকাল দুপুর থেকে রাত তিনটা পর্যন্ত প্রায় ১৬ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়। যার মধ্যে ৫ জন মহিলা বাকি সব পুরুষ। পুলিশের অনুমান বেশ কয়েক কোটি টাকার প্রতারণা করা হয়েছে এই কোম্পানি মাধ্যম দিয়ে। তল্লাশি চালিয়ে হার্ডডিক্স ল্যাপটপ ৫০ টি ল্যান্ড ফোন, ও ৫০ টিরো বেশি মোবাইল বাজেয়াপ্ত করে। এই কোম্পানির মূল মাথা রনিক পাল পলাতক, তাকে খুঁজছে পুলিশ। ধৃতদের আজ তমলুক আদালতে পেশ করা হয়ে। এই কেসের আই ও ৪ জনকে সাইবার ক্রাইমের কাস্টারিতে জিজ্ঞাসাবাদের জন্য এবং বাকিদের জেল হেফাজতের আবেদন করেন জাস্টিস ইন্দ্রনীল ঘোষ চারজনকে সাত দিনের সাইবার ক্রাইমের হেফাজতের নির্দেশ দিয়েছেন এবং বাকিদের ২০ তারিখ পর্যন্ত জেল হেফাজত দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *