তমলুকনিমতৌড়িপূর্ব মেদিনীপুরশীর্ষ খবর

মে দিবস উদযাপন হল এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে

নিজস্ব প্রতিনিধি, তমলুক :আজ ঐতিহাসিক মে দিবস। নিমতৌড়ি হাইরোডে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়। শহীদ বেদীতে মাল্যদান করে এলাকায় মিছিল করা হয় এবং মে দিবসের ব্যাজ পড়ানো হয়।

লোকাল কমিটির সম্পাদক অনুপ মাইতি বলেন হাজার হাজার শ্রমিকের রক্তে ভেজা লাল পতাকা উর্ধ্বে তুলে ধরে ৮ ঘন্টার শ্রমদিবস শ্রমিকরা আদায় করেছিল । আজ ১৩৭বছর পর আবারো ৮ ঘন্টার শ্রমদিবস রক্ষার দাবিতে আন্দোলন গড়ে তুলতে হচ্ছে। কেন্দ্রীয় সরকার লকডাউনের মধ্যে শ্রম দিবস ১২ ঘন্টা করার নীতি নিয়েছে। ৪৪টি শ্রম আইন বাতিল করে চারটি কালা শ্রমকোড চালু করেছে। সরকারি সমস্ত সম্পদ বেসরকারি মালিকের হাতে তুলে দিচ্ছে। আজকের মে দিবস তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রমিকদের সর্বসাধারণের ঐক্যবদ্ধ আন্দোলনে এই অন্যায় নীতিকে রুখে দিতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *