পূর্ব মেদিনীপুর

মেলা দেখতে এসে বাড়ি ফেরা হল না একরত্তির, এলাকায় শোকের ছায়া!

পূর্ব মেদিনীপুর: মেলা দেখতে এসে আর বাড়ি ফেরা হলো না একরত্তি খুদের। ভাগ্যের নির্মম পরিহাসে নিভে গেল তরতাজা এক প্রাণ!মন্দিরের মাথায় থাকা সিংহের মূর্তি ভেঙ্গে মাথায় পড়ে ঘটনাস্থলেই মৃত্যু শিশুর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানা এলাকার পূর্বচক এলাকায়।

ভিম একাদশী উপলক্ষে ভিম পুজো উপলক্ষে গ্রামে চলছিল ভীম মেলা। মঙ্গলবার সন্ধ্যায় যখন মেলায় চলছিল বাতাসা হরি লুট।সেই সময় গ্রামের মানুষরা বাতাসা কুড়োতে ব্যাস্ত হয়ে পড়ল ,সেই সময় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।হটাৎ দমকা বাতাসে ভেঙ্গে পড়ে মেলার পাশের কালী মন্দিরের মাথায় থাকা সিমেন্টের সিংহের মূর্তি। এবং তা আছড়ে এসে পড়ে একটি ছোট্ট একটি শিশুর উপর। দুর্ঘটনার সাথে সাথেই শিশুটিকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা শিশুটিকে ‘মৃত’ বলে ঘোষণা করে। শিশু মৃত্যুর ঘটনায় শোক স্তব্ধ গোটা গ্রাম। আকস্মিক এই দুর্ঘটনায় বন্ধ হয়ে যায় শতাব্দী প্রাচীন এই মেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *