জেলাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজহাওড়া

মেডিক্যালে ভর্তিতে ডোমিসাইল বি বাতিলের দাবিতে স্বাস্থ্য ভবনে বাংলা পক্ষের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি ,হাওড়া :: বাংলার ছেলেমেয়েদের বঞ্চিত করে অন্য রাজ্যের ছেলেমেয়ের ডোমিসাইল বি র মাধ্যমে রাজ্যের মেডিক্যাল কলেজ গুলোয় রাজ্যের কোটায় ভর্তি করা যাবে না। আজ দুপুর ১ টায় স্বাস্থ্যভবনে বাংলা পক্ষর ডেপুটেশন কর্মসূচী হচ্ছে।

মেডিক্যালে ভর্তিতে ডোমিসাইল বি বাতিল করতে। বাংলার ছেলেমেয়েদের বঞ্চিত করা যাবে না। কর্মসূচীতে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি, ডঃ অরিন্দম বিশ্বাস, উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চল সাংগঠনিক জেলার সম্পাদক পিন্টু রায়, দক্ষিণ চব্বিশ পরগণার সম্পাদক প্রবাল চক্রবর্তী, উত্তর চব্বিশ পরগনা গ্রামীনের সম্পাদক দেবাশীষ মজুমদার, হাওড়ার সম্পাদক জয়দীপ দে, উত্তর চব্বিশ শিল্পাঞ্চলের সম্পাদক ইমতিয়াজ আহমেদ সামাজিক মাধ্যম সমন্বায়ক সায়ন মিত্র প্রমুখ।

পাঁচ জনের প্রতিনিধি দল (গর্গ চট্টোপাধ্যায়, কৌশিক মাইতি, তড়িৎ দত্ত, পিন্টু রায়, প্রীতি মিত্র) স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডঃ দেবাশীষ ভট্টাচার্য এবং স্বাস্থ্য সচিব মাননীয় নারায়ণ স্বরূপ নিগমের সাথে সাক্ষাৎ করেন এবং স্মারকলিপি জমা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *