শিক্ষাশীর্ষ খবর

মেডিকেলের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির ফল প্রকাশিত! ২০ জনের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের তিনজন

নিউজ বাংলা লাইভ:মেডিকেলে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা NEET-UGর ফল প্রকাশিত হয়েছে। নাশ্যনাল টেস্টিং এজেন্সি এন টি এ গতরাতে এই ফলাফল ঘোষণা করে। ১৯ দশমিক ৯/৯ পার্সেন্টাইল নাম্বার পেয়ে, যৌথভাবে প্রথম স্থানে রয়েছে তামিলনাড়ুর প্রবঞ্জন জে এবং অন্ধপ্রদেশের বোরা বরুণ চক্রবর্তী।

পশ্চিমবঙ্গে প্রথম স্থান লাভ করেছেন সায়ন প্রধান। তাঁর র‍্যাঙ্ক দ্বাদশ। মেধা তালিকায় প্রথম ২০ জনের মধ্যে সায়ন কে নিয়ে এ রাজ্যের তিন পড়ুয়া আছেন। বাকি ২ জন হলেন সপ্তদশ স্থানাধিকারি ভাস্কর কুমার এবং ১৯ তম স্থানে থাকা অর্ণব পতি। উল্লেখ্য, এবারের মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় উত্তর প্রদেশ থেকে সর্বাধিক পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। এরপরই রয়েছে মহারাষ্ট্র এবং রাজস্থান।ন্যাশনাল টেস্টিং এজেন্সি গত মাসের ৭ তারিখে নিট ইউজির প্রবেশিকা পরীক্ষা নেয়। প্রায় ২১ লক্ষ পরীক্ষার্থী এতে অংশ নেয়। ১৩ টি ভাষায় এই পরীক্ষা নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *