পাঁশকুড়াপূর্ব মেদিনীপুরবিনোদন

মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধনের অপেক্ষায় পাঁশকুড়ার ঐতিহ্যবাহী পার্ক।

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া:-পূর্ব মেদিনীপুর জেলার শেষ প্রান্ত পাঁশকুড়া তেবিনোদনের বিষয়টি মাথায় রেখে তৈরি হতে চলেছে ঐতিহ্যবাহী পার্ক ,যা পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ পার্শ্ববর্তী একাধিক জেলারদৃষ্টি আকর্ষণ করবে.পাঁশকুড়া পৌরসভা এলাকায় গ্রীন সিটি মিশন এর আওতায় তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী পার্ক,প্রায় 10 কোটি টাকা ব্যয়এর এই প্রজেক্টএর কাজ দ্রুত চলছে, এই প্রজএক্ট পাওয়ার পর পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান ধন্যবাদ জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম কে।ওপেন থিয়েটার হল,ফুড প্লাজা,ম্যারেজ সএরিমনি হল,মনিষীদের মূর্তি ,ঝর্ণা,থেকে শুরু করেএকাধিক চমক রয়েছে এই পার্কে।এককথায় অবসর বিনোদনের একটি ভালো পরিবেশ পাঁশকুড়া তে গড়ে উঠতে চলেছে, এমনটাই দাবি করলেন চেয়ারম্যান.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *